জাতীয়

ভারতীয় স্বামীকে গুপ্তচরবৃত্তিতে নামার জন্য চাপ দিতেন রুশ স্ত্রী

প্রতিবেদন: পুত্রবধুর বিরুদ্ধে রুশ গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে সুপ্রিম কোর্টে (Supreme Court) সুবিচার প্রার্থনা করলেন অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার সমীর বসু। শীর্ষ আদালতের কাছে তাঁর আর্জি, সাড়ে চার বছরের নাতিকে ফিরিয়ে দেওয়া হোক তাঁর পরিবারের কাছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক তাঁর নাতিকে নিয়ে আত্মগোপন করে থাকা রুশ পুত্রবধুর বিরুদ্ধে। অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসারের বিস্ফোরক অভিযোগ, তাঁর পুত্রবধু ভিক্টোরিয়া ঝিগালিনা আসলে এক রুশ গুপ্তচরের মেয়ে। তাঁর ছেলে সৈকতকে বিয়ে করেছিলেন ভারতের প্রতিরক্ষা বিভাগের গোপন খবর জানার মতলবেই। ভারতীয় সেনার গোপন খবর জানার জন্য তাঁর এবং তাঁর ছেলের উপর প্রচণ্ড চাপ দিতেন পুত্রবধু। সৈকতকে রুশ গুপ্তচর বানাতে চেয়েছিলেন তাঁর স্ত্রী। তা না করতে পেরেই সৈকতের সন্তানকে গুম করেছেন তিনি।

হুগলি জেলার চন্দননগরের আদি বাসিন্দা সমীর বসুর ছেলে সৈকত কলকাতারই একটি নামী আইটি সংস্থার উচ্চপদে কর্মরত৷ ২০১৭ সালে তাঁর বিয়ে হয়েছিল রুশ নাগরিক ভিক্টোরিয়া ঝিগালিনার সঙ্গে৷ থাকতেন দিল্লিতেই। সৈকত ও ভিক্টোরিয়ার শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিগত কয়েক দিন ধরে, শীর্ষ আদালতে এই অভিযোগ জানানোর পাশাপাশি বসু পরিবারের অভিযোগ, শিশু সন্তান ও তাঁর মা ভিক্টোরিয়াকে আত্মগোপনে সাহায্য করেছে দিল্লিতে অবস্থিত রুশ দূতাবাস৷ তাদের সক্রিয় মদতেই প্রাক্তন রুশ গুপ্তচরের মেয়ে ভিক্টোরিয়া শিশুপুত্রকে নিয়ে আত্মগোপন করেছেন।

আরও পড়ুন-শূন্যে ডিগবাজি খেল গাড়ি তামিলনাড়ুতে শুটিংয়েই, মর্মান্তিক মৃত্যু স্টান্টম্যানের

সোমবার শীর্ষ আদালতের (Supreme Court) বিচারপতি সুর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলাটি মেনশন করেন আইনজীবী শুভাশিস ভৌমিক৷ সুপ্রিম কোর্টের তরফে দেওয়া ২২ মে তারিখের রায় লঙ্ঘন করে শিশু সন্তানকে নিয়ে আত্মগোপন করেছেন ভিক্টোরিয়া, সাফ জানান তিনি৷ আইনজীবীর বক্তব্য, ভিক্টোরিয়া এবং সৈকতের শিশু সন্তানের কাস্টডির মামলায় সুপ্রিম কোর্টের রায় ছিল সপ্তাহে তিন দিন শিশুটি থাকবে তাঁর মায়ের কাছে, বাকি চারদিন তাঁর বাবা সৈকত বসুর সঙ্গে৷ এই নির্দেশ অমান্য করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছেন ভিক্টোরিয়া।

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বসু পরিবারের সদস্যদের থেকে ভারতীয় সেনা সম্পর্কে গোপন তথ্য চেয়ে বিফল হওয়ার পরেই প্রতিহিংসা মূলক পদক্ষেপ নিয়েছেন সৈকত বসুর স্ত্রী, রুশ নাগরিক ভিক্টোরিয়া ঝিগালিনা৷ শীর্ষ আদালত এদিন মামলাটি গ্রহণ করেছে৷ দু এক দিনের মধ্যেই এই মামলার পূর্ণাঙ্গ শুনানি করা হতে পারে বলে সোমবার দিল্লিতে জানিয়েছেন বসু পরিবারের আইনজীবী শুভাশিষ ভৌমিক৷
আবেদনকারী প্রাক্তন নৌসেনা অফিসার সমীর বসু ১৯৭১-এর যুদ্ধে সাহসিকতার জন্য পদকও পেয়েছিলেন। তিনিই এখন ভারতে রুশ কার্যকলাপ নিয়ে রীতিমতো সন্দিহান।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago