প্রতিবেদন : মস্কো (Moscow) ও কিয়েভের যুদ্ধের ফলে বড় ধরনের সমস্যায় পড়েছিলেন ইউক্রেনে (Ukraine) পাঠরত ভারতীয় (Indian) ডাক্তারি (Medical) পড়ুয়ারা। মাঝপথে পড়াশোনা ছেড়ে দেশে ফিরে আসতে হয়েছিল কয়েক হাজার ভারতীয় পড়ুয়াকে। এবার সেই পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়াল রাশিয়া।
আরও পড়ুন-অতিভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ুতে লাল সর্তকতা
মস্কো জানিয়েছে, ইউক্রেন থেকে ডাক্তারি পাঠরত যে সমস্ত পড়ুয়া মাঝপথে পড়াশোনা ছেড়ে ভারতে ফিরে গিয়েছে তারা রাশিয়ায় এসে বাকি থাকা পড়াশোনা শেষ করতে পারবে। রুশ কনসুলেট জেনারেল ওলেগ আভডিভ বলেন, ইউক্রেনে পাঠরত যে সমস্ত ভারতীয় পড়ুয়া পড়াশোনা অসম্পূর্ণ রেখে মাঝপথে ফিরে আসতে বাধ্য হয়েছেন, তাঁরা রাশিয়ায় এসে পড়া শেষ করুন৷