এই যুদ্ধ কতদিন চলবে কেউ জানে না, প্রস্তুত থাকতে হবে: ন্যাটো প্রধান

Must read

প্রতিবেদন : প্রায় চার মাস হল যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের  (Russia- Ukraine War) মধ্যে। এখনও পর্যন্ত যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এরই মধ্যে নতুন এক সতর্কবার্তা শোনালেন ন্যাটোর প্রধান জেন্স স্টোলেনবার্গ (Nato Chief Jens Stoltenberg)। জানালেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ কতদিন চলবে তা কেউ জানে না। ইতিমধ্যেই এই যুদ্ধের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরও অনেক ক্ষয়ক্ষতির জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন:প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেই ত্রিপুরায় অভিষেক, আজ সুরমায় সভা

ন্যাটোর সদস্য দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে ছিলেন স্টোলেনবার্গ (Jens Stoltenberg)। ওই আলোচনার পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia- Ukraine War) বেশ কয়েক বছর গড়াতে পারে। সেজন্য সকলকেই প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনকে আমাদের আরও বেশি করে সাহায্য করা দরকার। যুদ্ধের কারণে খরচ ক্রমশই বাড়বে। শুধু অস্ত্র বা সামরিক সাহায্য নয়, ইউক্রেনকে অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দিয়েও সকলকেই সাহায্য করতে হবে। বিশেষ করে জ্বালানি, খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস ইউক্রেনকে আরও বেশি করে পাঠাতে হবে। ন্যাটো প্রধান আরও বলেন, তিনি রাশিয়ার পরাজয় দেখতে চান। সে কারণে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি হাসিমুখেই এই ব্যয়ভার বহন করবে। এই যুদ্ধে রাশিয়া যদি জয়ী হত তাহলে সেই ব্যয় আরও অনেক বেশি হত। পূর্ব ইউক্রেনের ডনবাস (East Ukraine Donbass) অঞ্চলে ইউক্রেনীয় সেনাকে সাহায্য করতে ন্যাটো আরও অস্ত্র পাঠাচ্ছে বলেও স্টোলেনবার্গ জানিয়েছেন।

আরও পড়ুন: বন্যায় বাংলাদেশ

Latest article