অপারেশন সিন্দুর (operation sindoor) চলাকালীন কমপক্ষে ৬টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল। শনিবার এমনই দাবি করলেন ভারতীয় বায়ুসেনা প্রধান এপি সিং। ৪ দিনের ওই সংঘর্ষের পর এই প্রথম বিষয়টি প্রকাশ্যে আনল ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিন্দুরে (operation sindoor) ভারতের আকাশসীমা রক্ষার কাজে মূল হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে S-400 সুদর্শন চক্র।
এপি সিং জানান, ভারত ‘সুদর্শন চক্র’ অর্থাৎ এস-৪০০ ব্যবহার করে ধ্বংস করেছিল ৫টি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান। জ্যাকোবাবাদে থাকা এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙারেও নিখুঁত ভাবে আঘাত করেছিল ভারত। তাঁর দাবি, এই হামলাতেও হ্যাঙারের মধ্যে থাকা বিমানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আরও পড়ুন- ভারত ছাড়ো আন্দোলন: সংগ্রামীদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী
এয়ার চিফ মার্শালের কথায়, “শুধুমাত্র ৫টি এফ-১৬ যুদ্ধবিমান নয় এছাড়াও আমরা একটি বড় বিমান ধ্বংস করেছিলাম। সেটি ইলিন্ট বিমান বা এইডব্লিউ অ্যান্ড সি বিমান হতে পারে বলে।”
এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কী?
এটি একটি প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার তৈরি। ভারতে এই সিস্টেমের নাম সুদর্শন চক্র। বিশ্বের প্রথম সারির সুরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম এই সিস্টেম। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে এই সিস্টেম। আপাতত ভারতের চারটি জায়গায় এই সিস্টেম মোতায়েন রয়েছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের নিরাপত্তার জন্য পাঠানকোটে রয়েছে সুদর্শন চক্র। এছাড়াও রয়েছে রাজস্থান এবং গুজরাতে।