বিজেপিতে যাচ্ছেন শিন্ডে ঘনিষ্ঠ ২২ বিধায়ক, দাবি সামনায়

Must read

প্রতিবেদন : শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর মুখপত্র সামনায় (Saamana- BJP) প্রকাশিত এক খবর তীব্র আলোড়ন ফেলেছে মহারাষ্ট্রের রাজনীতিতে। সামনায় প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবিরের সংখ্যাগরিষ্ঠ বিধায়কই তাঁর উপর অসন্তুষ্ট। তাই তাঁরা দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। অসন্তুষ্ট বিধায়কের বর্তমান সংখ্যা ২২। দিন গড়ালে এই সংখ্যাটা আরও বাড়বে। বিক্ষুব্ধ হয়ে পড়া এই বিধায়করা খুব শীঘ্রই গেরুয়া দলে যোগ দেবেন।

সামনায় (Saamana- BJP) প্রকাশিত এই খবরের কারণে শিন্ডে শিবিরে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। শিন্ডের সঙ্গে রয়েছেন ৪০ জন বিধায়ক। এর মধ্যে কারা বিজেপিতে যোগ দিতে চাইছেন তা নিয়ে ঘোরতর সন্দেহ তৈরি হয়েছে। বিধায়করা একে অপরকে বাঁকা চোখে দেখছেন। সামনায় প্রকাশিত খবরে আরও দাবি করা হয়েছে, একনাথ শিন্ডেকে যে অস্থায়ী মুখ্যমন্ত্রী করা হয়েছে এ বিষয়টি এখন সকলে বুঝে গিয়েছেন। তাঁর সঙ্গে থাকা বিধায়করা বুঝতে পারছেন যে, যে কোনও মুহূর্তে শিন্ডের মুখ্যমন্ত্রীর পদ চলে যেতে পারে। শিন্ডে মুখ্যমন্ত্রীর পদ হারালে ওই সমস্ত বিধায়করা যাতে তাঁদের মন্ত্রিত্ব বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির পদ না হারান সেজন্যই তাঁরা বিজেপিতে যোগ দিতে চাইছেন।

আরও পড়ুন: মাট্টুকে আমেরিকায় যেতে বাধা কেন, কেন্দ্রের জবাব চায় প্রেস ক্লাব

ঠাকরে শিবিরের মুখপত্রে আরও লেখা হয়েছে, সম্প্রতি মহারাষ্ট্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত প্রধান নির্বাচনে শিন্ডে শিবির সাফল্যের যে দাবি জানিয়েছে তার কোনও ভিত্তি নেই। এসব কারণে শিন্ডে তাঁর অনুগামীদের কাছেও নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত কাজকর্মের মধ্যে দিয়ে নিজের ও মহারাষ্ট্রের প্রভূত ক্ষতি করেছেন। তাই রাজ্যের মানুষ তাঁকে কখনও ক্ষমা করবে না।

Latest article