‘মমতা বাংলার বাঘিনি’, বলল Saamana

Must read

প্রতিবেদন : বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হাতে দুরমুশ হয়েছে বিজেপি (BJP)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সেই বিজেপি বিরোধী ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করল মহারাষ্ট্রের শাসকদল শিবসেনা (Shiv Sena)। তৃণমূল কংগ্রেস নেত্রীকে বাঘিনির সঙ্গে তুলনা করা হয়েছে শিবসেনার মুখপত্র সামনা (Saamana ) পত্রিকায়।

আরও পড়ুন-Shubman Gill-কে বড় রান করতে হবে, দাবি Sachin Tendulkar-এর

এর আগেও একাধিকবার বিজেপি বিরোধী জোট গঠনে তৃণমূল কংগ্রেস ও দলনেত্রীর ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে শিবসেনা। গত সপ্তাহেই মহারাষ্ট্র সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অসুস্থ থাকায় তাঁর পুত্র আদিত্য ঠাকরে ও শিবসেনার গুরুত্বপূর্ণ নেতা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Routh) দেখা করেন নেত্রীর সঙ্গে৷ দীর্ঘ রাজনৈতিক আলোচনাও হয়৷ স্বাভাবিকভাবেই সেখানে বিজেপি বিরোধী জোট ও আন্দোলনের প্রসঙ্গ উঠে আসে৷ তাৎপর্যপূর্ণভাবে এরপরেই শিবসেনার মুখপত্র সামনায় (Saamana ) তৃণমূলনেত্রীর ভূয়সী প্রশংসা করে তাঁকে রাজনীতিতে বাঘিনির সমাতুল্য বলে বর্ণনা করা হয়েছে৷ সাম্প্রতিক জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মহারাষ্ট্রের অন্যতম শাসকদল শিবসেনার এই বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-Navy Day: ভারতীয় নৌবাহিনী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

শিবসেনার মুখপত্রে লেখা হয়েছে, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন তাকে শিবসেনা কুর্ণিশ জানায়। বাংলার বাঘের মতোই লড়াই করেছেন তিনি। একক শক্তিতে বিজেপিকে অন্ধকারে ঠেলে দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের এই চোখ ধাঁধানো সাফল্যের জন্য যাবতীয় প্রশংসা তাঁর প্রাপ্য। এর পাশাপাশি মহারাষ্ট্রে সরকার চালানোর বাধ্যবাধকতা থেকে বিরোধী জোটে কংগ্রেসের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে শিবসেনা৷

Latest article