প্রতিবেদন: মেট্রোর সম্প্রসারণে গাফিলতি, নাকি দীর্ঘসূত্রতা? প্রশ্ন তুললেন যাদবপুরের নতুন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)। যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর লোকসভায় সোমবার তাঁর প্রথম বক্তৃতাই ছিল রীতিমতো নজরকাড়া। সংসদে প্রথম বক্তব্যে নজর কাড়লেন আরামবাগের নবনির্বাচিত তৃণমূল সাংসদ মিতালি বাগও। তিনিও প্রশ্ন তুললেন, কেন থমকে আছে আরামবাগ-বিষ্ণুপুর রেলপথ সম্প্রসারণের কাজ? এদিনই ছিল লোকসভার বাজেট অধিবেশনের প্রথম দিন। মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে কলকাতা মেট্রোর সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুললেন সায়নী। কবি সুভাষ-বারুইপুর মেট্রোর কাজ ১৩ বছরে একটুও না এগোনো নিয়ে বিস্ময়প্রকাশ করেন যাদবপুরের তৃণমূল সাংসদ। সোমবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে সায়নীর (Saayoni Ghosh) বক্তব্য, ২০১১-১২ অর্থবর্ষের রেল বাজেটে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ অনুমোদিত হয়েছিল। কিন্তু বাস্তবে কোনও কাজই হয়নি। প্রস্তাব ছিল, ২০১৭ সালের মধ্যে আদিগঙ্গার উপরে মেট্রো ট্র্যাক নির্মাণের কাজ শেষ হবে। কিন্তু সেই কাজও এগোয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই মেট্রো সম্প্রসারণের বিষয়ে একগুচ্ছ পরিকল্পনা বাজেটে মঞ্জুর করেছিলেন। যাদবপুরের তৃণমূল সাংসদের আরও অভিযোগ, রেল বোর্ডও প্রয়োজনীয় অনুমোদন দেয়নি। কলকাতা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরের বারুইপুর এখন গ্রেটার কলকাতারই অংশ। লোকসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লোকাল ট্রেনে করেই লক্ষ লক্ষ মানুষকে কলকাতায় আসতে হয়। সবমিলিয়ে বাস্তবের প্রয়োজনেই মেট্রো সম্প্রসারণের গুরুত্ব ব্যাখ্যা করেন সাংসদ সায়নী। মিতালি বাগ মনে করিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময়ই আরামবাগ-বিষ্ণুপুর রেল সম্প্রসারণের জন্য বরাদ্দ ঘোষণা করেছিলেন। কিন্তু সেই কাজ গত ১৩ বছরে এগোয়নি। আরামবাগের পর গোঘাট পর্যন্ত ট্রেন চললেও তারপর জমি সংক্রান্ত জটিলতা রয়েছে। তার মধ্যে অন্যতম গোঘাটের ভবাদিঘি। মিতালির দাবি, দ্রুত সেই জট কাটিয়ে রেলপথ সম্প্রসারণ করা হোক। এরই পাশাপাশি ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিও তুলেছেন মিতালি। সেই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রের পদক্ষেপও দাবি করেছেন আরামবাগের তৃণমূল সাংসদ। সবমিলিয়ে এদিন সংসদে প্রথম ভাষণেই রীতিমতো আলোড়ন তুললেন তৃণমূলের নবনির্বাচিত দুই মহিলা সাংসদ। পেলেন প্রশংসাও।
আরও পড়ুন-ধর্মেন্দ্রর মিথ্যাচারের প্রতিবাদে ফেটে পড়ল তৃণমূল-সহ বিরোধীরা