৯৭ দিন পর দায় স্বীকার, মোদিকে কাঠগড়ায় তুললেন সায়নী

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের চাপে অবশেষে পহেলগাঁও সন্ত্রাস হামলার ঘটনায় কেন্দ্রের ব্যর্থতার দায় স্বীকার করতে বাধ্য হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনায় বক্তব্য পেশ করার সময়ই এই দায় স্বীকার করে নিলেন শাহ। বিশেষ আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। তিনি বুঝিয়ে দেন, এই ভয়াবহ জঙ্গি হামলার দায় অস্বীকার করার কোনও কারণ নেই কেন্দ্রীয় সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র দফতরের। কিন্তু এই স্বীকারোক্তিতেও আদৌ সন্তুষ্ট নয় তৃণমূল কংগ্রেস। সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেস তীব্রভাবে সোচ্চার হয়ে দাবি করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। তৃণমূলের প্রশ্ন, উরি থেকে পুলওয়ামা এবং রাজৌরি, বারবার ক্ষমার অযোগ্য ব্যর্থতার পরেও কোনও শিক্ষা নিতে পারলেন না যে স্বরাষ্ট্রমন্ত্রী, তাঁর পদে থাকার কোনও নৈতিক বা সাংবিধানিক অধিকার আছে কি আদৌ? এদিন পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)। লোকসভায় দাঁড়িয়ে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় প্রশ্ন তুললেন (Saayoni Ghosh), প্রধানমন্ত্রী কি পারলেন দেশের মান,মর্যাদা, প্রতাপ অক্ষুন্ন রাখতে? অপারেশন সিঁদুর তো পরের কথা, আগে জানতে হবে এতগুলো জঙ্গি এল কোথা থেকে?

আরও পড়ুন- পিছিয়ে পড়াদের জন্য ‘যোগ্যশ্রী’ আবাসিক কোচিং, সুযোগ পাচ্ছেন ৫০০০ পড়ুয়া

Latest article