মধ্যবঙ্গে সায়নী প্রচারে তুললেন ঝড়

রাঙামাটিতে সায়ন্তিকা, আগে মানুষ পরে ভোটার

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : “কংগ্রেস, সিপিএম, বিজেপি মানুষকে ভোটার হিসেবে দেখে। কিন্তু তৃণমূল কংগ্রেস বলে আগে মানুষ পরে ভোটার। তাই রাজ্যের মা, মাটি, মানুষ তৃণমূলের সঙ্গে আছে। আর ভোকাট্টা হয়ে গিয়েছে বিজেপি, সিপিএম, কংগ্রেস।” জঙ্গিপুর পুরসভা নির্বাচনী প্রচারে এসে মঞ্চে দাঁড়িয়ে এমনটাই বললেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। এরপরই আত্মবিশ্বাসের সঙ্গে সায়নীর বার্তা— ‘২৭ তারিখ জঙ্গিপুরে খেলা হবে’। রোদ উপেক্ষা করেই মঞ্চের সামনে অগণিত মানুষ। খেলা হবের তালে করতালি দিয়ে সমর্থন জানালেন তাঁরা। মেলালেন গলা। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন (Jakir Hossain), জঙ্গিপুর জেলা তৃণমূল যুব সভাপতি পারভেজ হাবিব, রঘুনাথগঞ্জ ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ প্রমুখ। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ান তুলে ধরে সায়নী বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী একেবারে সাদামাঠা জীবনযাপন করেন। কিন্তু তাঁর উন্নয়নকর্ম অসাধারণ। ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন মানুষের কথা ভাবেন আমাদের নেত্রী। আর বিরোধীরা উন্নয়ন নয়, ব্যস্ত কুৎসা করতে। এর জবাব গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দিয়েছেন। পুরসভা নির্বাচনেও জবাব দেবেন মানুষ।” সায়নী (Saayoni Ghosh) দ্বিতীয় সভাটি করেন জঙ্গিপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ১৩ জন প্রার্থীর সমর্থনে। দুটি সভাতেই উপচে পড়েছিল ভিড়। সভা শেষে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের জনতার দরবারে যান সায়নী। সেখানেই তৃণমূল কংগ্রেসের যুবনেত্রীকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন। উপহার হিসেবে দেন মুর্শিদাবাদ সিল্কের শাড়ি।

আরও পড়ুন-কর্মসংস্থান লক্ষ্য: প্রচুর প্রকল্প আসছে বাংলায়, প্রচার প্রয়োজন, শিল্পোদ্যোগীদের বার্তা মুখ্যমন্ত্রীর

Latest article