মানস দাস, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কর্মসংস্থানের যে দিশা দেখিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করছেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। এবার ১২টি জেলার মহিলাদের দিশা দেখাতে মালদহে বসছে সবলা মেলার (Sabala Mela) আসর। উত্তরবঙ্গের (North Bengal) মালদহ (Maldah), উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, বর্ধমান জেলার স্বনির্ভর গোষ্ঠীর (Self-help groups) মহিলারা তাঁদের তৈরি নানান সামগ্রী নিয়ে হাজির হবেন মালদহ সবলা মেলায়। ইংরেজবাজার শহরের রামকৃষ্ণ মিশন সংলগ্ন ময়দানে বসছে এই মেলার আসর। আগামী ফেব্রুয়ারি সবলা মেলার (Sabala Mela) উদ্বোধন করবেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী, সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মেলায় থাকছে ৫০টি স্টল। আর সেইসব স্টলে শোভা পাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পাপড়, ডাল, বড়ি, মধু, মাখনা, শাড়ি, বেতের তৈরি আসবাবপত্র, মাটির তৈরি সামগ্রী, খেলনা-সহ নানা সামগ্রী। আগে সবলা মেলা অনুষ্ঠিত হলেও সেই মেলায় শুধুমাত্র জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টল থাকত।
আরও পড়ুন-শিশু খুুনে হাওড়ায় গ্রেফতার সৎ বাবা
এই প্রথম রাজ্যের ১২টি জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছে মালদহ জেলা প্রশাসন। এ-বিষয়ে স্বনির্ভর গোষ্ঠী দফতরের মালদহ জেলা আধিকারিক রাজেন্দ্ররাজ সুন্দর জানান, মোট ১৬০টি গোষ্ঠীর মহিলারা এতে অংশ নেবেন। স্বল্পমূল্যে ও গুণগত মান বজায় রেখে সামগ্রীগুলি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে উত্তরের জেলা জুড়ে শুরু হয়েছে জোর প্রচার। প্রশাসনের আশা, এই প্রয়াস সফল হবে। খুলে যাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নতুন দিশা। শুধু স্টলের সম্ভার সাজিয়ে বসবেন গোষ্ঠীর মহিলারা এমনটা শুধু নয়। থাকছে জেলার খ্যাতনামা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও ।