Sabooj Sathi Scheme : রাজ্যেই সবুজসাথী সাইকেল তৈরি হবে

Must read

প্রতিবেদন : সবুজসাথী প্রকল্পের (Sabooj Sathi Scheme) সাইকেল এরাজ্যে তৈরি করার জন্য সরকার উদ্যোগী হল। সাইকেল নির্মাণে কারখানা গড়তে এবার আগ্রহী সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হচ্ছে। বুধবার নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর, এব্যপারে ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা আগ্রহ দেখিয়েছে। রাজ্যে (West Bengal) সাইকেল (Sabooj Sathi Scheme) কারখানা তৈরির জন্য সরকারের কাছে প্রস্তাবও জমা দিয়েছে তারা। জমা পড়া সেই সব প্রস্তাব মুখ্যমন্ত্রী বিবেচনার জন্য নির্দেশ দিয়েছেন। প্রতি বছর সবুজসাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের সাইকেল দিতে প্রায় ১০ লক্ষ সাইকেল কিনতে হয়। যার জন্য ৩৪০ কোটি টাকা খরচ হয়। রাজ্যে সাইকেল কারখানা তৈরি হলে একদিকে আমদানি খরচ কম হবে, তেমনই বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে। সেকারণেই এই উদ্যোগ।

আরও পড়ুন-লক্ষ্য রাখুন BSF যেন বাড়াবাড়ি না করে

Latest article