সংবাদদাতা, নানুর : পাপুরি হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের সবুজসাথী সাইকেল দিলেন বীরভূম (Birbhum) জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সোমবার। ৭১ জন পড়ুয়া সবুজসাথী প্রকল্পের সাইকেল পেয়ে অত্যন্ত খুশি। কাজল জানিয়েছেন, গত বছর বীরভূম জেলায় ৫২ হাজার পড়ুয়াকে সবুজসাথী সাইকেল দেওয়া হয়েছিল। চলতি বছরে ৫৫ হাজারকে প্রকল্পের আওতায় আনা হবে। ৩০ হাজারের মতো সাইকেল বীরভূমে এসে পৌঁছেছে, যার মধ্যে ১৫ হাজার সাইকেল একেবারে প্রস্তুত পড়ুয়াদের দেওয়ার জন্য।
আরও পড়ুন-শুরু হল ঐতিহ্যবাহী জয়দেব মেলা, প্রথম পুণ্যার্থীদের জন্য সন্ধ্যারতি
কাজল আরও জানিয়েছেন, প্রত্যেকটি ব্লকের স্কুলে সিসিটিভি লাগানো হবে। বাড়িতে বসেই এবার থেকে অভিভাবকেরা স্কুলে ছাত্রছাত্রীদের আচরণ দেখতে পাবেন। বহুদিন থেকে অভিযোগ ওঠে স্কুল থেকে মিড ডে মিলের খাবার চুরি যাওয়ার। সেই অভিযোগের গুরুত্ব বুঝে এবার মিড ডে মিল যেখানে রান্না হবে সেখানেও সিসিটিভি লাগানো থাকবে। নানুরের বিডিও সন্দীপ সিংহরায় জানিয়েছেন, নানুর ব্লকে মোট ৩০৫২টি সাইকেল ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে।