সংবাদদাতা, কোচবিহার : কোচবিহার (Coochbehar) মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার ২০০ ছাত্রের হাতে সবুজসাথী প্রকল্পের সাইকেল (cycle) তুলে দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা-সহ স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা।
আরও পড়ুন-মহিষাদলে ইফতারের খাবারে অসুস্থ ৭০, হাসপাতালে বিধায়ক
এদিনের এই অনুষ্ঠানে এসে রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, কোচবিহারের ছাত্রছাত্রীরা ভাবতেও পারত না কোচবিহারে থেকে মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ হবে। তা করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবুজসাথীর সাইকেল পেয়ে খুশি ছাত্রীরা৷