সবুজসাথী প্রকল্প : পুজোর পরেই ১২ লক্ষেরও বেশি সাইকেল দেবে রাজ্য

অনেক ক্ষেত্রেই দেখা গেছে বাংলার শিক্ষা পোর্টালে নাম থাকলেও স্কুলে পড়ুয়ার কোনও অস্তিত্ব নেই। তাঁদের নামই তালিকা থেকে বাদ পড়ে।

Must read

প্রতিবেদন : পুজোর পরেই সবুজসাথী প্রকল্পের দশম দফায় ১২ লক্ষের বেশি সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সাইকেল কারা কারা পাবে তা নিয়ে ইতিমধ্যেই স্কুলে স্কুলে গিয়ে যাচাই পর্বও চলছে। সাইকেল বিলির ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবার বিশেষ সতর্কতা বজায় রাখা হচ্ছে বলে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর জানিয়েছে। এবার যাচাই পর্বে তালিকা থেকে লক্ষাধিক নাম বাদ পড়েছে। বাংলার শিক্ষা পোর্টাল থেকে নবম শ্রেণিতে নথিভুক্ত ছাত্রছাত্রীদের নাম যাচাই করে তালিকা তৈরির কাজও শুরু হয়েছিল। কিন্তু সেই তালিকা স্কুলে স্কুলে গিয়ে যাচাইয়ের সময়ে বেশ কিছু গরমিল ধরা পড়ে।

আরও পড়ুন-কৈলাশ মিশ্রর নেতৃত্বে অবৈধ বিদ্যুৎ সংযোগ রুখলেন যুব তৃণমূলের কর্মীরা

অনেক ক্ষেত্রেই দেখা গেছে বাংলার শিক্ষা পোর্টালে নাম থাকলেও স্কুলে পড়ুয়ার কোনও অস্তিত্ব নেই। তাঁদের নামই তালিকা থেকে বাদ পড়ে। উত্তর ২৪ পরগনা জেলায় এই প্রকল্পের ক্ষেত্রে নাম বাদ পড়েছে ১০ হাজার জনের বেশি । দক্ষিণ ২৪ পরগনায় সে সংখ্যা প্রায় ১৩ হাজার। পূর্ব বর্ধমানে প্রায় সাড়ে ৭ হাজার পড়ুয়ার নাম বাদ গেছে। পোর্টালে শুরুতে ১১ লক্ষ ৯০ হাজার ৭৪৫জন পড়ুয়ার নাম ছিল। যাচাইয়ের পর সেই সংখ্যা হয়েছে ১০ লক্ষ ৮৩ হাজার। এভাবে বহু নাম বাদ যাওয়ার পাশাপাশি অনেক স্কুলে নবম শ্রেণিতে নতুন করে প্রায় দেড় লক্ষ পড়ুয়াদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ১২ লক্ষ ৭ হাজার ৭৮৩ জন সাইকেল প্রাপকদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। পুজোর পরেই সবুজসাথী প্রকল্পের আওতায় তাদের নতুন সাইকেল দেওয়া হবে।

Latest article