মুম্বই, ১৫ নভেম্বর : ইডেনে ছুঁয়েছিলেন। ওয়াংখেড়েতে টপকে গেলেন। মাঝে ফারাক মাত্র দশদিনের!
ভারতীয় ইনিংসের ৪১তম ওভারের চতুর্থ বলটা লং লেগ ও ডিপ উইকেটের মাঝে খেলে দৌড়ে দু’রান। আর তাতেই শচীন তেন্ডুলকরের ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি (Virat kohli- Sachin Tendulkar)। ক্যামেরা পলকে ধরল তাঁকে। ভিআইপি গ্যালারিতে উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন শচীন। মুখে তৃপ্তির হাসি। মাস্টার-ব্লাস্টারকে সেই মুহূর্তে দেখে মনে হচ্ছিল, ছাত্রের কীর্তিতে রীতিমতো আপ্লুত। এমনই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল গোটা ক্রিকেট দুনিয়া।
আরও পড়ুন- দেশে ফিরেই ইস্তফা বাবরের
ইডেনে বিরাটের সেঞ্চুরির পরেই অভিনন্দন জানিয়ে শচীন (Virat kohli- Sachin Tendulkar) লিখেছিলেন, আশা করি, আগামী কয়েকদিনের মধ্যেই তুমি ৪৯ থেকে ৫০-এ পৌঁছে যাবে। নিজের ক্রিকেটীয় হিরোকে হতাশ করেননি বিরাট। কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল কিং কোহলিকে অভিনন্দন জানিয়ে মাস্টার-ব্লাস্টারের বার্তা। যাতে শচীন লিখেছেন,—‘‘ভারতের ড্রেসিংরুমে প্রথমবার যখন তুমি আমার মুখোমুখি হয়েছিলে, তখন বাকি সতীর্থরা তোমাকে নিয়ে প্র্যাঙ্ক করছিল। তোমাকে বলা হয়েছিল, আমার পা ছুঁয়ে প্রণাম করবে। এটাই ভারতীয় ড্রেসিংরুমের প্রথা। তুমি সেই মজা ধরতে না পেরে আমার পা ছুঁয়েছিলে। আমি সেদিন হাসি থামাতে পারিনি। কিন্তু আজ তুমি আমার হৃদয় জয় করে নিলে। তোমার প্রতিভা এবং খেলার প্রতি তোমার আবেগ আমার মন ছুঁয়ে গিয়েছে। সেদিনের সেই বাচ্চা ছেলেটা আজ ‘বিরাট’ প্লেয়ার। আমি সবথেকে বেশি খুশি, একজন ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে। আর বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় মঞ্চে নজির গড়ার কৃতিত্বটাই আলাদা। তাও আবার আমার ঘরের মাঠে। ব্যাপারটা কেকের উপর চেরির মতো।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…