মুম্বই: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বিরাট কোহলির (Virat Kohli) চোখধাঁধানো ইনিংস চোখ টেনেছে ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞদের। ব্যতিক্রম নন স্বয়ং শচীন তেন্ডুলকরও Sachin Tendulkar)। বিরাট ইনিংসে মুগ্ধ মাস্টার ব্লাস্টার। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সরাসরি বলেই দিলেন, অনেকদিন পর এতটা আত্মবিশ্বাস নিয়ে বিরাটকে সব ধরনের শট খেলতে দেখলাম। বিশেষ করে রশিদ খানের বিরুদ্ধে ও দুর্দান্ত ব্যাট করেছে।
নিজস্ব মেজাজে ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলে গুজরাটের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জিতিয়েছেন বিরাট (Virat Kohli)। আরসিবিও বিরাট ব্যাটে বাঁচিয়ে রাখে প্লে-অফে ওঠার স্বপ্ন। নিজের ইউ টিউব চ্যানেলে শচীন (Sachin Tendulkar) বলেছেন, ‘‘গুজরাট ম্যাচে বিরাটের ফুটওয়ার্ক নিখুঁত ছিল। ব্যাটের মুখটা খুলে রেখে শট খেলেছে। আমার খুব ভাল লেগেছে এটা দেখে যে, বিরাট ইতিবাচক মানসিকতা দেখিয়েছে। ফাফ ডুপ্লেসির সঙ্গে ওর বোঝাপড়াটাও দারুণ ছিল। দু’জনেই ফিট এবং ওদের উইকেটের মধ্যে দৌড় ছিল দুর্দান্ত।’’
আরও পড়ুন: কেন্দ্র বকেয়া টাকা না দেওয়ায় এবার ১০০ দিনের কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের
বিরাট ব্যাটিংয়ে মুগ্ধ শচীন আরও বলেন, ‘‘রশিদের বলে যে শটটা খেলে বিরাট হাফসেঞ্চুরি পূর্ণ করল, সেটা ছিল অসাধারণ। লেগ স্পিনারের বলের লেংথ বুঝে শেষ মুহূর্তে কব্জির মোচড়ে খেলল শট। এটা দেখতে দারুণ লেগেছে। বিরাট বোলারকে পড়তে পারে ভালভাবে এবং লেংথ নিয়ে সজাগ থাকে। ফাফও ওকে ভাল সঙ্গ দিয়েছে। খুব স্মার্ট ক্রিকেট।’’