প্রতিবেদন : কিছুতেই যেন গায়ের জ্বালা মিটছে না বিজেপির। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের পরে এবারে গেরুয়া শিবিরের স্বেচ্ছাচারের শিকার হলেন তাঁর ব্যক্তিগত সচিব বিভব কুমার। বরখাস্ত করা হল তাঁকে। বিভব কুমারের নিয়োগকে অবৈধ এবং বেআইনি— এই অজুহাতে ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স ডিওডি তাঁকে অপসারণ করেছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যখন তিহাড় জেলে বন্দি, ঠিক তখনই এই পদক্ষেপ করা হল।
আরও পড়ুন-বেকারত্ব ও মূল্যবৃদ্ধি চরমে, রামমন্দির তাসে ঢাকছে না মোদি সরকারের ব্যর্থতা
প্রশ্ন উঠেছে, একজন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর ব্যক্তিগত সচিবকে এভাবে কি বরখাস্ত করা যায়? কী অভিযোগ বিভব কুমারের বিরুদ্ধে? দিল্লির ভিজিল্যান্স বিভাগের বিশেষ সচিব রাজশেখরের পাঁচ পৃষ্ঠার নির্দেশে বলা হয়েছে, বিভব কুমারের নিয়োগের সময় কেন্দ্রীয় সিভিল সার্ভিসের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। লক্ষণীয়, গত ফেব্রুয়ারিতে কেজরিওয়ালের সচিবের বাড়িতে অভিযান চালায় ইডি। ২৩ জন ইডি অফিসার ১৬ ঘণ্টা ধরে তল্লাশি চালায় তাঁর বাড়িতে। আপ মুখ্যমন্ত্রীর দাবি, সেই সময় কিছুই পাওয়া যায়নি বিভব কুমারের বাড়িতে। আপ ধ্বংস করার জন্যই প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বিজেপি নেতৃত্বের নির্দেশে। পরবর্তী কালে আর্থিক অনিয়ম প্রতিরোধ আইন অনুযায়ী বিভব কুমারের বক্তব্যও রেকর্ড করা হয়। কিন্তু লোকসভা নির্বাচনের মুখে আচমকাই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্তে স্তম্ভিত রাজনৈতিক মহল।