প্রতিবেদন: একেই বলে নির্ভেজাল আনুগত্য। নিজের প্রাণ দিয়ে বাঘের নিশ্চিত গ্রাস থেকে মনিবকে বাঁচাল জার্মান শেফার্ড। দৃষ্টান্তমূলক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উমারিয়া জেলায়। প্রভুকে বাঁচাতে বাঘের সামনে ঝাঁপিয়ে পড়ে দুঃসাহসী কুকুরটি। ঘটনাস্থল মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পের কাছে ভারহুত গ্রাম। দিন দুয়েক আগের কথা। মনিব শিবম বারগাইয়ার সঙ্গে হাঁটতে বেরিয়েছিল তাঁর অতিবিশ্বস্ত পোষ্য জার্মান শেফার্ডটি। আচমকাই গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বড়মাপের বাঘ। নামমাত্র দূরত্বে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে শিবমের। স্বাভাবিকভাবেই ব্যাপক ঘাবড়ে গিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন শিবম। বাকরুদ্ধ হয়ে যেন নিশ্চিত মৃত্যুর প্রতীক্ষা। তাঁর কথায়, যেন পাথরের মতো দাঁড়িয়ে পড়েছিলাম। কিন্তু এই ভয়ঙ্কর বিপদের মুহূর্তেও অবিচল শিবমের বিশ্বস্ত পোষ্য। হঠাৎই জঙ্গল কাঁপিয়ে ডাকতে শুরু করে সে। ক্ষিপ্র গতিতে এগিয়ে যায় বাঘের দিকে। শেফার্ডের ওই ভয়ঙ্কর রূপ দেখে থমকে দাঁড়ায় হিংস্র বাঘটি। পিছোতে থাকে এক পা এক পা করে। তারপরে চকিতে শিবমকে ছেড়ে আত্মরক্ষায় মরিয়া হয়ে ওঠে। কামড় বসিয়ে দেয় শেফার্ডের গলায়। টেনে-হিঁচড়ে নিয়ে যেতে চেষ্টা করে গভীর অরণ্যে। কিন্তু পারেনি। গ্রামবাসীদের তুমুল চিৎকারে কুকুরটিকে ফেলে রেখে গভীর জঙ্গলে গা ঢাকা দেয় বাঘ। গুরুতর জখম শেফার্ডকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান তার মালিক। কিন্তু শেষরক্ষা হয়নি। বাঁচানো যায়নি বিশ্বস্ত পোষ্যকে।
আরও পড়ুন-ট্রাম্প-জেলেনস্কিকে ফের আলোচনায় বসাতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার
লক্ষণীয়, জার্মান শেফার্ডটি এলাকায় সবার খুব প্রিয় ছিল তার ব্যবহারের জন্য। কোনওদিন মুহূর্তের জন্যও তেড়ে যায়নি কারও দিকে। সেই সারমেয়ই নিজের জীবন দিয়ে হিংস্র বাঘের মুখ থেকে বাঁচিয়ে দিল মনিবের জীবন। গভীর শোকের ছায়া নেমে এসেছে জঙ্গলঘেঁষা গ্রামটিতে।