প্রতিবেদন : যত দিন বাঁচব বাংলার মানুষের সেবা করে যাব। নেতাজি ইন্ডোর থেকে বাংলার মানুষের প্রতি আশ্বাস দিয়ে এমনটাই জানালেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক বৃহৎ পরিবারের সামনে উপস্থিত করার জন্য ধন্যবাদ জানান তিনি। লোকসভা নির্বাচনের আগে ও পরে দেশের বিভিন্ন ক্ষেত্রের একাধিক ব্যক্তিত্বকে সম্মানের সঙ্গে তৃণমূলের সঙ্গে যুক্ত করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সব স্তরের কর্মী, নেতৃত্বকে শক্তিশালী করার মঞ্চে সেই ব্যক্তিত্বদেরও সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত করার কাজ করলেন নেত্রী।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দেখানো পথে কাজ করব : সাগরিকা
বৃহস্পতিবার তৃণমূলের সর্বস্তরীয় বৈঠকে সাংসদ ইউসুফ পাঠান বলেন, বাংলা আমাকে অনেক ভালবাসা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আমাকে বাংলার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমাকে আপনাদের পরিবারের অংশ হওয়ার সুযোগ দিয়েছেন। বহমরপুরকে ধন্যবাদ জানাব। সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, যা বলবেন এখানকার মানুষের জন্য আমি তাই করতে প্রস্তুত। আমার বাকি জীবন বাংলা ও বাংলার মানুষের জন্য উৎসর্গ করলাম।

