প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-পরিচালক সাধু মেহের (Sadhu Meher)। হিন্দি ও ওড়িয়া ফিল্মের এই ব্যক্তিত্ব শুক্রবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বুদ্ধদেব দাশগুপ্ত, মৃণাল সেন, তপন সিনহা, সন্দীপ রায়ের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতেও তাঁর অবদান প্রচুর। ১৯৬৯ সালে মৃৃণাল সেনের ভুবন সোম-এর হাত ধরে হিন্দি ছবির জগতে পা রাখেন তিনি। ‘অঙ্কুর’ ছবির সুবাদে তিনি প্রতিবর্তীকালে মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। শ্যাম বেনেগালের এই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার পান সাধু মেহের। ছবিতে শাবানা আজমির সঙ্গে অভিনয় করেন তিনি। ওড়িশার প্রথম শিল্পী হিসাবে জাতীয় সম্মান পেয়েছিলেন তিনি। ‘মৃগয়া’, ‘২৭ ডাউন’, ‘মন্থন’, ‘ইনকার’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
আশির দশকে সাধু মেহের বেশ পরিচিত নাম ছিল। পরবর্তীতে ওড়িয়া ছবির কাজেই বেশি নজর দেন তিনি। ১৯৮৯ সালে সম্বলপুরি ভাষায় তৈরি সব্যসাচী মহাপাত্রর ছবি ‘ভুখা’র জন্য সাধু মেহের বেশ প্রশংসা অর্জন করেন।