প্রতিবেদন : ইতিহাস গড়ল ইস্টবেঙ্গলের মেয়েরা। মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে নেপাল এপিএফ ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা জিতল মশালবাহিনী। জোড়া গোল করেন উগান্ডান স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। একটি গোল সিল্কি দেবীর।
ছেলেদের ট্রফি খরার মধ্যেই ফাজিলা, সুলঞ্জনা, সৌম্যারাই এগিয়ে নিয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গলকে। লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে বহু কাঙ্ক্ষিত ট্রফি আনলেন ফাজিলা, সিল্কিরা। জোড়া গোল করেন উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। একটি গোল সিল্কি দেবীর। ভারতীয় ফুটবলে পুরুষ ও মহিলা দুই দলই আন্তর্জাতিক ট্রফি জিতেছে, এমন নজির ভারতের আর কোনও ক্লাবের নেই। সেদিক থেকে ইস্টবেঙ্গলের হাত ধরে ভারতীয় ফুটবলে তৈরি হল নতুন ইতিহাস।
আরও পড়ুন-ডুয়ার্স উৎসবের নিরাপত্তায় ২০০০ পুলিশ
২১ বছর আগে ২০০৪ সালে সুভাষ ভৌমিকের প্রশিক্ষণে কাঠমান্ডুর এই মাঠ থেকেই সান মিগুয়েল কাপ জিতে ফিরেছিল ইস্টবেঙ্গল। আলভিটো ডি’কুনহা, ষষ্ঠী দুলে, ডগলাসদের কীর্তি স্পর্শ করলেন সৌম্যারা। লিগ পর্বে নেপাল এপিএফের বিরুদ্ধে ড্র করেছিল ইস্টবেঙ্গল। তবে ফাইনালে প্রতিপক্ষের ডেরায় দাপট দেখিয়েই ট্রফি ঘরে তুলল কলকাতা জায়ান্টরা। নিজেদের দলকে সমর্থন করতে কাঠমান্ডু স্টেডিয়ামে প্রচুর সমর্থক গ্যালারি ভরিয়েছিলেন। বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থকও ছিলেন গ্যালারিতে। ২১ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ফাজিলা। ৩৫ মিনিটে সিল্কির গোলে ব্যবধান বাড়ায় লাল-হলুদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের তৃতীয় গোল সেই ফাজিলার। ৫৬ মিনিটে হ্যাটট্রিকের সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। ম্যাচের বাকি সময়ে রক্ষণ জমাট রেখে প্রতিপক্ষকে ম্যাচে ফেরার কোনও সুযোগই দেয়নি ইস্টবেঙ্গল।

