পুজোর আগেই দর্শকদের দেখা দেবে সাফারির ৪ সিংহশাবক

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি: নাম রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল সাফারি পার্কের (Bengal safari park) সিংহী তনয়া ফের মা হয়েছে। সব মিলিয়ে চারটি সিংহশাবক জন্মদিয়েছে সিংহী তনয়া। শাবকদের আপাতত নিভৃতাবাসে রয়েছে মা। তবে সোমবার বেঙ্গল সাফারির (Bengal safari park) বনমহোৎসব অনুষ্ঠানে শোনা গেল পর্যটকদের জন্য খুশির খবর। পুজোর আগেই দর্শকদের দেখা দেবে সাফারির ৪ সিংহ শাবক। এদিন শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আয়োজিত বনমহোৎসব অনুষ্ঠানে যোগ দেন মেয়র গৌতম দেব। তিনিই সিংহের জন্মের খবর দিয়ে জানান, বর্তমানে শাবক-সহ তার মা তনয়া নিভৃতাবাসে রয়েছে। পুজোর আগে তাদের দেখা মিলবে বলে জানান। এছাড়াও বেঙ্গল সাফারি পার্কে দুটি জিরাফ ও দুটো বন্য কুকুর ও নতুন বাঘের জন্ম হয়েছে। বাঘগুলিকে আলিপুরে পাঠানো হয়েছে বলে জানান পার্ক কর্তৃপক্ষ। বহুদিন আগেই সিংহ দম্পতি চারটি নতুন সিংহশাবকের জন্ম দেয়। তারপর থেকেই তাদেরকে মানুষের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার আগে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তবে সিংহশাবকদের কোয়ারেন্টাইন পিরিয়ড প্রায় শেষের মুখে পুজোর আগেই পর্যটকদের জন্য জনসমক্ষে আসতে চলেছে নতুন সিংহশাবক, যা নিয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। পাশাপাশি জঙ্গল সাফারিতে পর্যটকের নিরাপত্তার স্বার্থে গড়ে তোলা হচ্ছে পুলিশ ফাঁড়ি।

আরও পড়ুন-তৃণমূলের প্রতিবাদের চাপে হরিয়ানার পুলিশ মুক্তি দিল কোচবিহারের যুবককে

Latest article