স্কুল নিরাপত্তায় সেফটি অডিট

Must read

প্রতিবেদন : সেফটি অডিট। এই প্রথম এই ধরনের অডিট শুরু হচ্ছে রাজ্যের বিভিন্ন স্কুলে। মূলত নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখাই এই অডিটের মূল লক্ষ্য। রাজ্য সরকারের প্রতিনিধিরা স্কুলে স্কুলে ঘুরে সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখবেন। সবমিলিয়ে ১৬২টি বিষয়ে প্রশ্নের ভিত্তিতে অডিট হবে। এর মাধ্যমেই উঠে আসবে স্কুলের সার্বিক পরিস্থিতির চিত্র।

আরও পড়ুন-এখনই কোচিংয়ে নয়: মৌমা

জানা গিয়েছে, গত ৫ মে এই অডিটের বিষয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকা অনুযায়ী প্রাথমিক স্কুলগুলিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অডিটের প্রাথমিক কাজ। পর্যায়ক্রমে উচ্চপ্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে শুরু হবে সেফটি অডিট। নিয়ম মেনে স্কুল বিল্ডিং তৈরি হয়েছে কি না , শিক্ষার অধিকার আইন সঠিকভাবে মানা হচ্ছে কি না, অগ্নিনির্বাপক ব্যবস্থা, ঘূর্ণিঝড়ে সুরক্ষা ব্যবস্থা, বৈদ্যুতিক নিরাপত্তা, পানীয় জলের ব্যবস্থা, ল্যাবরেটরির সুরক্ষা ব্যবস্থা, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা, সাইবার নিরাপত্তা বিশেষ গুরুত্ব পাবে অডিটে। ঘুরে ঘুরে খতিয়ে দেখবেন রাজ্যের স্কুল দফতরের পরিদর্শকরা। সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকরাও ঘুরে দেখবেন স্কুলগুলির সাম্প্রতিক পরিস্থিতি।

Latest article