সাগর বিধানসভায় হাসি ফোটালেন বিধায়ক

Must read

সংবাদদাতা, সাগরঃ পুজোয় চাই নতুন পোশাক। কিন্তু সব পরিবারের বড়দের সামর্থ নেই নতুন পোশাক কিনে দেওয়ার। সুন্দরবনের সাগর বিধানসভা এলাকার খাসমহল এলাকায় কয়েক’শ আদিবাসী পরিবারের বাস। নিম্ন আয়ের এই পরিবারগুলির মুখে হাসি ফোটাতে মহা সপ্তমীর সকালে ওই গ্রামে যান স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, বিডিও সুদীপ্ত মণ্ডল, জিবিডিএ-র ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র।

আরও পড়ুন : নেপালিরা মাতলো ফুলপাতি উৎসব

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে জড়ো হয়েছিলেন সকলে। ৫০০ জনের বেশী পুরুষ, মহিলা ও ছোটদের হাতে নতুন পোশাক তুলে দেন মন্ত্রী। নতুন পোশাকের পাশাপাশি সকলকে মিষ্টি মুখ করানো হয়। পুজোর মধ্যে নতুন পোশাক পেয়ে খুশী সকলেই। মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, উৎসব ধনী, দরিদ্র সবার। কিন্তু সমাজের কোন অংশে যদি উৎসবের আলো না পড়ে তাহলে সেই উৎসব সার্থক হয়না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষা নিয়ে আজ আদিবাসী পরিবারগুলিকে সামান্য পুজো উপহার তুলে দিলাম।

Latest article