সংবাদদাতা, জঙ্গিপুর : সদ্য শেষ হয়েছে সাগরদিঘির উপনির্বাচন (byelection) । তীব্র গরম উপেক্ষা করে ভোট দিয়েছেন বহু মানুষ। ভোট পড়েছে প্রায় ৭৫ শতাংশ। এবার পালা প্রার্থীদের ভাগ্যগণনার। তার জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। ২ মার্চ সাগরদিঘির ভোটগণনা। আপাতত প্রার্থীদের ভাগ্য নির্ধারণকারী ইভিএমগুলি রয়েছে স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে।
আরও পড়ুন-ধনকুবেরদের তালিকায় বিশ্বে ৩৯ নম্বরে আদানি
বাক্সবন্দি প্রার্থীদের ভাগ্য পাহারা দিচ্ছেন জওয়ানরা। সাগরদিঘির কামদাকিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয়ে হয়েছে এই স্ট্রং রুম। সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা হয়েছে নিরাপত্তার জন্য। এখানেই হবে ভোটগণনা। বৃহস্পতিবার এখানে সাগরদিঘির অন্তর্গত ১১টি গ্রাম পঞ্চায়েতের ভোটগণনা হবে আলাদা আলাদা কাউন্টিং হলে। ইতিমধ্যেই ভোটগণনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোন কাউন্টিং হলে কোন পঞ্চায়েত এলাকার ভোটগণনা হবে, তার দিকনির্দেশক পোস্টার লাগানো হয়েছে ইতিমধ্যে। বিভিন্ন দলের প্রার্থী থেকে শুরু করে দলের কর্মী-সমর্থকরা আপাতত অপেক্ষা করছেন বৃহস্পতিবারের জন্য। তবে সাগরদিঘিবাসীর সমর্থন যে ঘাসফুলেই সেকথা জোর গলায় বলছেন তৃণমূলের নেতা-কর্মীরা।