গঙ্গায় ভাসল প্রমোদ ‘সাগরী’

কলকাতা মিলেনিয়াম পার্ক জেটি থেকে মঙ্গলবার এই লঞ্চ পরিষেবা আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

Must read

প্রতিবেদন : ভ্রমণপিপাসুদের কলকাতা ও সংলগ্ন এলাকায় হুগলি নদীর দু’পাশের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখাতে রাজ্য পরিবহণ দফতর বাতানুকূল লঞ্চ পরিষেবা শুরু করল। কলকাতা মিলেনিয়াম পার্ক জেটি থেকে মঙ্গলবার এই লঞ্চ পরিষেবা আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-সাইবার প্রতারণা, সতর্কবার্তা পুলিশের

তিনি বলেন, আরামদায়ক বাতানুকূল এই লঞ্চে চেপে মানুষ হুগলি নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। মানুষের কাছ থেকে ভাল সাড়া পেলে ভবিষ্যতে এধরনের আরও লঞ্চ পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। রাষ্ট্রায়ত্ত শালিমার ওয়ার্কস লিমিটেডের তৈরি এই লঞ্চটির নাম ‘সাগরী’। নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রমোদ ভ্রমণের পাশাপাশি ছোটখাটো বৈঠক, জমায়েতের জন্যও এটি ভাড়া দেওয়া হবে। সাধারণ মানুষ ১৯০ টাকা দিয়ে টিকিট কেটে এক ঘণ্টার জন্য লঞ্চ ভ্রমণের সুযোগ পাবেন। আরোহীদের বিনামূল্যে চা-বিস্কুট পানীয় জলের পাশাপাশি খাবার কিনে খাওয়ারও সুযোগ দেওয়া হচ্ছে। সমস্ত লঞ্চ ভাড়া করলে ভাড়া দিতে হবে প্রতি ঘণ্টার জন্য ৩৬০০ টাকা করে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র, পরিবহণ সচিব রাজেশ সিনহা, পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Latest article