জাতীয়

বিদেশমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ সাগরিকার

প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অসম্মানজনক ভাবে ভারতীয়দের দেশে ফেরানোর ঘটনা নিয়ে অসত্য তথ্য পরিবেশন করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিভ্রান্ত করেছেন রাজ্যসভাকে, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের ডেপুটি লিডার সাগরিকা ঘোষ৷ গত ২০ ফেব্রুয়ারি তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ রাজ্যসভার চেয়ারপার্সনকে চিঠি লিখে এই নোটিসের কথা জানিয়েছেন৷ এই চিঠিতেই সাগরিকা ঘোষ অভিযোগ করেছেন, রাজ্যসভায় বক্তব্য পেশ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় নাগরিকদের অসম্মানজনকভাবে দেশে ফেরানোর প্রসঙ্গে অসত্য কথা বলেছেন বিদেশমন্ত্রী৷ সাগরিকার কথায়, ৬ ফেব্রুয়ারি রাজ্যসভায় বিদেশ মন্ত্রী দাবি করেছিলেন ভারত সরকার লাগাতার মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রেখে সুনিশ্চিত করছে যাতে মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের অসম্মানজনকভাবে দেশে ফেরানো না হয়৷ বিদেশমন্ত্রীর এই দাবি পুরোপুরি অসত্য, অভিযোগ করেছেন সাগরিকা ঘোষ৷ লক্ষণীয়, তৃণমূল সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বনির্ভর বাংলা, রেকর্ড উৎপাদন, রাজ্যে প্রথম পেঁয়াজ সংরক্ষণ

অভিযোগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাগরিকা ঘোষের দাবি, ৬ ফেব্রুয়ারি রাজ্যসভায় দাঁড়িয়ে ভারতীয় নাগরিকদের দেশে ফেরানোর সময়ে সম্মান প্রদর্শন নিয়ে আশ্বাস দিয়েছিলেন বিদেশমন্ত্রী৷ তারপরেও ১৫ ফেব্রুয়ারি ভারতীয় নাগরিকদের মার্কিন মুলুক থেকে ফেরানো হয়েছে অত্যন্ত অমানবিকতার সঙ্গে৷ ১১৬ জন ভারতীয় নাগরিক দেশে ফেরার পরে নিজেরাই জানিয়েছেন গোটা যাত্রাপথে কীভাবে তাঁদের হাতে পায়ে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে৷ এমনকি জনৈক পাঞ্জাবি ভদ্রলোক জানিয়েছেন যে তাঁর পাগড়ি জোর করে খুলে নেওয়া হয়েছে৷ মার্কিন মুলুকের ডিটেনশন ক্যাম্পে থাকাকালীন ভারতীয় নাগরিকদের উপরে অকথ্য অত্যাচার করা হয়েছে, তাঁদের পেট ভরে খাবার দেওয়া হয়নি৷ দিনের মধ্যে তাঁদের পাঁচবার চিপস আর জুস দেওয়া হত৷ এমনকি অনেককে তাঁদের ধর্মীয় আচারের বিরুদ্ধে আমিষ খাবারও পরিবেশন করা হয়েছে৷ মার্কিন মুলুকে থাকা অনেক ভারতীয় নাগরিক নিজেদের অজান্তেই ভিসা জালিয়াতিরও শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন সাগরিকা ঘোষ৷ বিদেশমন্ত্রী সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে ভারতীয় নাগরিকদের সসম্মানে দেশে ফেরানোর কথা বললেও কেন ১১৫ জন ভারতীয়ের উপরে অকথ্য অত্যাচার করা হয়েছে ? প্রশ্ন তুলেছেন সাগরিকা ঘোষ৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, গোটা বিষয়টিকে প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে তদন্ত করে দেখা হোক বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে অসত্য বক্তব্য রেখেছেন কি না৷

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago