তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার (TMC- Rajya Sabha) প্রার্থী তালিকায় চমক সাংবাদিক সাগরিকা ঘোষের নামে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এই দায়িত্ব দেওয়ায় আপ্লুত সাগরিকা। বৃহস্পতিবার, সাংসদ পদে মনোনয়ন জমা দেন তিনি। একইসঙ্গে এদিন মনোনয়ন জমা দিয়েছেন মমতা বালা ঠাকুর। পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও বার্তা দেন সাগরিকা। দিল্লিতে দীর্ঘদিন ধরে সংবাদপত্র ও বৈদ্যুতিন মাধ্যমে সাংবাদিকতা করছেন সাগরিকা ঘোষ। সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী তিনি। ১১ ফেব্রুয়ারি রাজ্যসভা ভোটের (TMC- Rajya Sabha) প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জানা যায়, তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাবেন সাগরিকা। এদিন তিনি মনোনয়নও জমা দেন। নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তায় সাগরিকা বলেন,”আমি অত্যন্ত খুশি এবং সম্মানিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই বড় দায়িত্ব দিয়েছেন। এটা একটা চমৎকার সুযোগ দেশের গণতন্ত্রের জন্য কাজ করার।” বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি সংসদে তাঁদের কথা পৌঁছতে চান বলে জানান সাগরিকা।
আরও পড়ুন- সন্দেশখালিকাণ্ডে প্রকাশ্যে অগ্নিমিত্রার ষড়যন্ত্রের অডিও টেপ, তুলোধনা তৃণমূলের
এই ভিডিও বার্তায় বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন সাগরিকা। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি সবসময়ে মহিলাদের এগিয়ে রাখেন, সুযোগ দেন। একজন মহিলা হিসেবে এই বিষয়টিতে তিনি গর্বিত বলেও মন্তব্য সাগরিকার। নিউজ চ্যানেলের সফল সাংবাদিক তথা উপস্থাপিকা সাগরিকা রাজ্যসভায় দলের মতামত নিয়ে সরব হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।