শান্তনু বেরা, দিঘা: একদিকে সংস্কৃতিপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) দিঘা (Digha) সফর। অন্যদিকে সামনেই বাংলার নববর্ষ এবং পঁচিশে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। তার আগে সৈকতসুন্দরী দিঘার সাজসজ্জায় বৈচিত্র আনতে এবং কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্যের জন্য, ‘সহজ পাঠ’-কেই আশ্রয় করে নিল দিঘা-শঙ্করপুর (Digha- Shankarpur) উন্নয়ন পর্ষদ। পুরাতন দিঘার সৈকতাবাস আবাসনের ঠিক সামনে বিশ্ববাংলা উদ্যান। সেখানে জেলাশাসকের বাংলো ‘‘কল্যাণ কুটির’-এর দেওয়ালে সহজ পাঠ বইয়ে রবীন্দ্রনাথের ছড়ার সঙ্গে যেভাবে নন্দলাল বসু ছবি এঁকেছেন, হুবহু সেই লেখা ও ছবিই চিত্রিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় এসে যেখানে থাকবেন, তার কাছেই সহজ পাঠের এমন অলংকরণ করা হয়েছে। এক্ষেত্রে অন্যান্য রং ব্যবহার না করে, সহজ পাঠের মতো হুবহু সাদা-কালো রঙে ছড়া ও ছবি উপস্থাপিত করা হয়েছে। ‘ছোট খোকা বলে অ আ শেখে নি সে কথা কওয়া’ – থেকে ‘ডাক পাড়ে ও ,ঔ ভাত আনো বড় বৌ’। প্রথম ভাগ ‘সহজ পাঠ’ বইয়ে স্বরবর্ণ পর্যায়ে সেই একেবারে ‘ছোট খোকা’ আবার জ্বলন্ত উনুনের ওপরে ভাতের হাঁড়িতে চাল ফুটছে, আর উনুনের সামনে পিঁড়িতে অনেকটা উবু হয়ে বসে ছবির সেই বড় বউ। আবার ‘হ্রস্ব উ দীর্ঘ ঊ ডাক ছাড়ে ঘেউ ঘেউ’- এর দুটি কুকুরের সুন্দর ছবি। এছাড়াও ‘ঘন মেঘ বলে ঋ দিন বড়ো বিশ্রী’ এর ঘন কালো মেঘের নিচে ছাতার আশ্রয়ে দুটি শিশুর দৃষ্টিনন্দন ছবি আরও আকর্ষক করে তুলেছে গোটা উদ্যানের অন্দরসজ্জাকে। এ দেশে দেওয়াল জুড়ে পানের পিক কিংবা বিজ্ঞাপনী আবর্জনায় দৃশ্যদূষণ চিরাচরিত ঘটনা। পর্ষদ কর্তাদের আশা, এই নান্দনিক দৃশ্য তা নিয়ন্ত্রণে সহায়ক হবে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানসকুমার মণ্ডল বলেছেন, “এর আগে বিশ্ববাংলা উদ্যানে দাবার বোর্ড-সহ বিভিন্ন মডেল, বিবেকানন্দের মূর্তি বসানো হয়েছিল। তবে কবিগুরুর সাহিত্যসৃষ্টি এই প্রথম। আশা করছি পর্যটকদের বেশ ভাল লাগবে। বিশেষত শিশু পড়ুয়াদের। সেইসঙ্গে সহজ পাঠের এই চিত্রাঙ্কন পর্যটকদের আরও বেশি আবেগঘন করে তুলবে। আর দেওয়াল জুড়ে এমন চিত্রতে দৃশ্যদূষণ থেকেও মুক্তি মিলবে।” রাজ্যের সংস্কৃতিপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে সৌন্দর্যায়নের লক্ষ্যে এবং কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানাতে উন্নয়ন পর্ষদের এমন উদ্যোগ রীতিমতো প্রশংসা কুড়োচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক— সকলেরই। অনিন্দ্যসুন্দর এই চিত্রকলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেমন লাগে, এ নিয়ে তিনি কী বলেন, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে নতুন করে রূপসী সাজে সেজে ওঠা দিঘা।
আরও পড়ুন- বিপর্যয় মোকাবিলা পরিকাঠামোয় বিশেষ গুরুত্ব রাজ্যের
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…