জয়দেবে মনের মানুষে শোনা যায় সহজিয়া

উল্লেখ্য, বীরভূমের বোলপুর মহকুমার অন্তর্গত অজয় নদের ধারে জয়দেব কেন্দুলি গ্রাম। এখানেই সাধন দাস বৈরাগ্যের ‘মনের মানুষ আখড়া’

Must read

সংবাদদাতা, জয়দেব : জয়দেব কেন্দুলির কদম খণ্ডীর ঘাটে মহাস্নান উপলক্ষে বিকিকিনির পাশাপাশি আখড়ায় আখড়ায় চলে আউল বাউলের গান, কীর্তন। কীর্তনের বায়না আর সহজিয়া গান শুনতে মানুষের ভিড়। অজয় নদের তীরে মনের মানুষ আখড়ায় তেমনই ভিড়। সাধন দাস বৈরাগ‍্য এবারের মেলায় বেঁধেছেন গান। তিনি বলেন, তিন বছর করোনার কারণে মানুষ আসতে পারেনি। তাই মানুষের ঢল নেমেছে। মানুষের এত আনন্দ দেখে আমরা অস্থির হয়ে পড়েছি। চারিদিকে আনন্দের ফোয়ারা। খুব আনন্দ হচ্ছে। সেই আবেগে গান বেঁধেছি। গেয়ে শোনালেন তার এক কলি। — ‘‘আমাদের হৃদয়টা হোক আকাশের মতন।/ আমাদের হৃদয়টা হোক সাগরের মতন।/ সারা বিশ্বটাতো আমাদের গ্রাম।/ সবাই মোদের প্রিয়জন। সাধন দাস বৈরাগ‍্য বলেন, আমরা ধর্মাধর্ম কিছু মানি না। আমরা শুধু মানি প্রেমানন্দ। আমরা শুধু আনন্দে ভাসতে চাই। এই যে মিলনমেলা, এতো মহাসমুদ্র। এখানে কোনও ধর্ম নেতা, জাতি নেই। শুধু আনন্দ আর প্রেম।

আরও পড়ুন-বাংলা ভাগ নয়, নদীভাঙনে অবিলম্বে টাকা দিক কেন্দ্র

উল্লেখ্য, বীরভূমের বোলপুর মহকুমার অন্তর্গত অজয় নদের ধারে জয়দেব কেন্দুলি গ্রাম। এখানেই সাধন দাস বৈরাগ্যের ‘মনের মানুষ আখড়া’। জানা গিয়েছে, সাধন দাস বৈরাগ্য জাপানে যাওয়ার পর, মাকি কাজুমা তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। তাঁর কাছেই বাউল গান শেখেন। সুন্দর বাংলা ভাষায় কথা বলতে পারেন।

Latest article