এ যেন এক যুগের অবসান। চলে গেলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র (Shaoli Mitra)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। ২০১৯ সাল থেকে নানান শারীরিক অসুস্থতার মধ্যেই দিন কাটাচ্ছিলেন তিনি।
দেড় বছরের মধ্যে তিনবার নিউমনিয়া আক্রান্ত হন তিনি। পরবর্তী সময়ে আরও কিছু শারীরিক অসুস্থতা তৈরি হয় তাঁর শরীরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিক বার তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন। কিন্তু তিনি রাজি হননি, তাই বাড়িতেই চিকিৎসা চলছিল শাঁওলি মিত্রের।
রবিবার সকাল থেকেই ক্রমাগত বাড়তে থাকে অসুস্থতা। দীর্ঘ দেড় বছরের লড়াই এর পর আজ দুপুর ৩ টে ৪০ মিনিট নাগাদ নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন শাঁওলি মিত্র (Shaoli Mitra)। ২০০৯ সালে ‘ পদ্মশ্রী ‘ সম্মানে ভূষিত হন তিনি। এছাড়াও ‘ বঙ্গ বিভূষন ‘ ও ‘ সঙ্গীত নাটক একাডেমি ‘ সম্মাননা পান তিনি। শুধু নাট্য জগতেই নয় ঋত্বিক ঘটক এর ছবি ‘ যুক্তি তর্ক আর গল্প ‘ সিনেমায় অভিনয় করেছেন শাঁওলি মিত্র। শোকের ছায়া নাট্য জগত থেকে চলচ্চিত্র জগতে।