বোলপুরে নবরূপে সাজল মালঞ্চ উদ্যান

Must read

সৌমেন্দু দে, বোলপুর : বোলপুরে বিধায়ক চন্দ্রনাথ সিনহার বিধায়ক তহবিল থেকে ৫০ লক্ষ টাকা ব্যয়ে মালঞ্চ শিশু উদ্যানকে নবরূপে গড়ে তোলা হল। মঙ্গলবার থেকে শহরের বোলপুরের (Bolpur) শিশুরা এই উদ্যান ব্যবহার করতে পারবে। বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, করোনার প্রকোপে গত দু’বছর ধরে শিশুরা ঘরবন্দি হয়ে আছে। এই উদ্যানে শিশুরা আগের মতোই খেলাধুলা, শরীরচর্চা করতে পারবে। খেলার মাঠ না পেলে শিশুর মানসিক বিকাশ সম্ভব নয়। আশা করি অভিভাবকরা শিশুদের নিয়মিত উদ্যানে নিয়ে আসবেন।

আরও পড়ুন – বিজেপি সাংসদ দুর্নীতিগ্রস্ত 

মালঞ্চ শিশু উদ্যান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের (Bolpur) পুরপ্রসাশক পর্ণা ঘোষ। দীর্ঘদিন ধরে এই শিশু উদ্যানটি অবহেলায় পড়ে ছিল। করোনা মহামারীর কারণে সংস্কার করা সম্ভব হচ্ছিল না, তাই দেরি হল। এই শিশু উদ্যানটি স্থানীয় কুঞ্জবিহারী স্কুলের ভেতরে নতুন করে সুসজ্জিত করা হয়েছে। অপরদিকে শিশু উদ্যানের পাশেই একটি মুক্ত মঞ্চ করা হয়েছে, যেখানে ভিন্নরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। হয়েছে কমিউনিটি সেন্টার, যেখানে নিম্নমধ্যবিত্ত মানুষরা ন্যূনতম ভাড়া দিয়ে ব্যবহার করতে পারবেন যেকোনও শুভ অনুষ্ঠানের জন্য।

বোলপুর পুরসভার পুর প্রশাসক পর্ণা ঘোষ জানিয়েছেন, বোলপুর শহরে এ ধরনের শিশু উদ্যান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দা শেখ অমর বলেন, ‘‘বিধায়ক চন্দ্রনাথ সিনহা যেভাবে নতুন শিশু উদ্যান গড়ে তোলার পাশাপাশি ভগ্নপ্রায় শিশু উদ্যানগুলো পুনরায় সংস্কার করে ব্যবহারযোগ্য করে তুলছেন তাতে আমরা শহরবাসী হিসেবে অত্যন্ত খুশি।”

Latest article