৪১ বছর পর সাজা ঘোষণা। প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারকে (Sajjan Kumar) ১৯৮৪ সালের দিল্লির শিখ-বিরোধী দাঙ্গায় দু’জনকে হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি সজ্জনের দ্বিতীয় আজীবন কারাদণ্ড, যিনি ইতিমধ্যেই দিল্লি ক্যান্টনমেন্ট দাঙ্গা মামলায় জড়িত থাকার কারণে জেলে রয়েছেন। আজীবন কারাদণ্ড ছাড়াও, তাঁকে দাঙ্গার জন্য ধারা ১৪৭-এর অধীনে ২ বছর, মারাত্মক অস্ত্র-সহ দাঙ্গার জন্য ধারা ১৪৮-এর অধীনে ৩ বছর ও জরিমানা এবং মৃত্যু বা গুরুতর ক্ষতি করার উদ্দেশ্যে দায়বদ্ধ হত্যার চেষ্টার জন্য ধারা ৩০৮-এর অধীনে সাত বছরের সাজা দেওয়া হয়েছে।
আরও পড়ুন- বিরল ঘটনা! বিজ্ঞানীর শরীরে ৫টি কিডনি
রাউজ অ্যাভিনিউ কোর্টের রায়ে কুমারকে (Sajjan Kumar) ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির সরস্বতী বিহার এলাকায় যশবন্ত সিং ও তার ছেলে তরুণদীপ সিংকে হত্যায় উস্কানি দেওয়ার জন্য দায়ী করা হয়েছে। এই মামলাটি অপারেশন ব্লুস্টারের প্রতিশোধ হিসাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার দুই শিখ নিরাপত্তাকর্মী হত্যার পর শুরু হওয়া বৃহত্তর সহিংসতার অংশ।
অভিযোগকারীরা সাজ্জান কুমারের মৃত্যুদণ্ড চেয়েছিল। তাদের লিখিত জবাবে অভিযোগকারীরা যুক্তি দিয়েছিল যে এই মামলাটি নির্ভায়া গ্যাং রেপ ও হত্যা মামলার চেয়েও গুরুতর, কারণ এখানে একটি সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তারা জানিয়েছেন, সজ্জনের অপরাধ “নজিরবিহীন”, তাঁর ফাঁসি হওয়া উচিত। সজ্জন সেই সময় সংসদের সদস্য ছিলেন।