নয়াদিল্লি : অবশেষে তৃণমূল কংগ্রেস মুখপাত্র সাকেত গোখেলের বেআইনি গ্রেফতারি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গুজরাত পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করল। তৃণমূল মুখপাত্র সাকেত গোখেলকে গুজরাত পুলিশ গ্রেফতার করার পর তিনি দাবি করেছিলেন, জয়পুর থেকে আমেদাবাদে ট্রানজিট রিমান্ড ছাড়াই এবং স্থানীয় পুলিশকে না জানিয়ে তাঁকে অবৈধভাবে নিজেদের হেফাজতে নিয়েছে গুজরাত পুলিশ।
আরও পড়ুন-দূরের ভোটারদের জন্য আরভিএম, নির্বাচন কমিশনের প্রস্তাব
সাকেতের দাবি, দীর্ঘপথে তাঁর সঙ্গে যেকোনও অঘটন ঘটতে পারত। এই গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছিল তৃণমূল কংগ্রেস। কোনও গ্রেফতারি পরোয়ানা ছাড়া কীভাবে সাকেতকে গ্রেফতার করা হয় তা নিয়ে প্রশ্ন তোলে দল। বিষয়টি নিয়ে ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই গ্রেফতারি নিয়ে তদন্তের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপিও জমা দেয় তৃণমূল কংগ্রেস। অবশেষে ঘুম ভাঙল জাতীয় মানবাধিকার কমিশনের। এই গ্রেফতারি নিয়ে গুজরাত পুলিশের বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছে বলে নিজেই জানান সাকেত।
আরও পড়ুন-তিন বছরে ১১৩ বার বিধি লঙ্ঘন
গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে মোরবিতে ব্রিজ ভেঙে শতাধিক মানুষের মৃত্যু এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রীর সফর নিয়ে একটি ট্যুইট পোস্ট করার জন্য ৪ দিনের মধ্যে দু’বার গ্রেফতার করা হয় তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে। এ প্রসঙ্গে সাকেত জানিয়েছেন, জাতীয় মানবাধিকার কমিশনের এই পদক্ষেপে আমি খুশি। তিন সপ্তাহ আগে আমার গ্রেফতারি নিয়ে গুজরাত পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটি হল জয়পুর থেকে আমেদাবাদে ট্রানজিট রিমান্ড ছাড়াই আমাকে অবৈধভাবে হেফাজতে নেওয়ার জন্য।