পহলগাওঁতে (Pahalgam) জঙ্গি হানায় নিহত নৌসেনা বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশীকে নেট দুনিয়ায় কুৎসিত আক্রমণ নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেস এমপি সাকেত গোখেল (Saket Gokhale)। হিমাংশী নরওয়াল প্রয়াত স্বামীর জন্মদিন উপলক্ষে হরিয়ানার কারনালে আয়োজিত এক অনুষ্ঠানে হিংসার এড়িয়ে সম্প্রীতির ও শান্তির বার্তা দিয়েছিলেন। তার পর থেকেই হিমাংশীকে ক্রমাগত কুরুচিকর ভাষার শিকার হতে হচ্ছে। আজ, সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য সাকেত গোখেল এই আক্রমণ রীতিমত সরকারি মদতে প্রচার বলে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।
আরও পড়ুন-হায়দরাবাদে গোপনাঙ্গে পোষ্যের কামড়ে মৃত্যু মালিকের
হিমাংশীকে সমর্থন করে সাকেত লেখেন, ”শ্রীমতী নারওয়ালের বিরুদ্ধে যে অশ্লীল, কদর্য ভাষা প্রয়োগ করা হচ্ছে তা পুরোপুরি সরকারি মদতে। মোদী সরকারের সক্রিয় সমর্থন ও মদতে এটা চলছে। জঙ্গিদের শাস্তি না দিয়ে বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চায় ভারতে। হিমাংশী নরওয়াল সেদিনের অনুষ্ঠানে যেভাবে সাহসের সঙ্গে সম্প্রীতি রক্ষার বার্তা দিয়েছেন তার ফলে ওদের নোংরা মতলব বানচাল হয়ে গিয়েছে। তাই তিনি বিজেপির নিশানায় পরিণত হয়েছেন। লেফটেন্যান্ট নরওয়ালের স্ত্রীর চরিত্র তুলে কথা হচ্ছে এরকম পোস্টে ১০হাজার লাইক পড়ছে। সরকারের সমালোচনা করলে সেই অ্যাকাউন্ট ব্লক করতে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো তৎপর। এখন কী করে তাঁর মন্ত্রক এরকম নোংরা ভাষায় মন্তব্য চোখে দেখতে পাচ্ছে না।”
আরও পড়ুন-”মুর্শিদাবাদের অশান্তি পরিকল্পিত, সব সত্য তথ্য দেশের সামনে আসবে” বিস্ফোরক মুখ্যমন্ত্রী
তিনি আরও লেখেন, ”বিজেপির ছায়া সংগঠন জাতীয় মহিলা কমিশন কোনও পদক্ষেপ না করে শুধু নিন্দা করে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলেছে। অথচ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর সামান্য ঘটনা ঘটলেই পশ্চিমবঙ্গে দৌড়ে যান। এ ধরনের ট্যুইটে বিরুদ্ধে এখনও কেন কোনও এফআইআর দায়ের করেনি কমিশন? প্রশাসন মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। সাধারণ মানুষ এসবের বিরোধিতা করলেও হিমাংশী নরওয়াল নিয়ে সরকার নীরব। এর থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে, মোদী সরকার এই ধরনের প্রচারকে সমর্থন করছে।”
আরও পড়ুন-ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার রাজস্থানের বিধায়ক
প্রসঙ্গত, কিছুদিন আগেই লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের ২৭তম জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের ২৭তম জন্মদিনে, তাঁর স্ত্রী হিমাংশী নারওয়াল শান্তি ও ঐক্যের জন্য আন্তরিক আবেদন জানিয়েছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমাংশী নরওয়াল বলেন, “আমি শুধু চাই পুরো জাতি তাঁর জন্য প্রার্থনা করুক, তিনি যেখানেই থাকুন না কেন, সকলের ভালোবাসায় সুস্থ এবং সুখী থাকুক। আমরা চাই না যে মানুষ মুসলিম বা কাশ্মীরিদের বিরুদ্ধে যাক। আমরা শান্তি চাই। তবে অবশ্যই, আমরা এমন নারকীয় ঘটনার ন্যায়বিচার চাই।”
Make no mistake: the obscene harrasment of Ms Narwal is STATE-SPONSORED with active backing & support of the Modi Govt.
The reason: Instead of bringing the terrorists to justice, BJP has wanted to use the Pahalgam attack for inciting communal violence in India.
And the brave… https://t.co/YC3s3Dimp7
— Saket Gokhale MP (@SaketGokhale) May 5, 2025