বেতন কমছে না বাগানে

Must read

প্রতিবেদন : গত ৯ মাসের অনিশ্চয়তা, টানাপোড়েন শেষে জোড়াতালি দিয়ে এবারের মতো আইএসএল শুরুর ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী করেছেন ঠিকই, তবে দেশের শীর্ষ লিগ আয়োজন নিয়ে অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। বরং আইএসএল এবার মাত্র ৯১ ম্যাচের হওয়ায় দলগুলি ক্ষতির মুখে পড়বে। ক্ষতি আটকাতেই ফুটবলারদের বেতনে কাটছাঁট করার পথে একাধিক ক্লাব। বেঙ্গালুরু এফসি-র ম্যানেজমেন্ট ইতিমধ্যেই সুনীল ছেত্রীকে দায়িত্ব দিয়েছে ফুটবলারদের সঙ্গে কথা বলার জন্য। চেন্নাইয়িন, কেরল, গোয়া, মুম্বইয়ের মতো ক্লাবগুলিও তাদের ফুটবলারদের বেতন কমিয়ে খেলার অনুরোধ করতে চায়। ইস্টবেঙ্গলও এমন ভাবনার শরিক। কিন্তু মোহনবাগান (Mohun Bagan) এই পথে হাঁটবে না।

আরও পড়ুন-জুরেলের সেঞ্চুরি, হাজারে ট্রফি থেকে বিদায় বাংলার

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট সূত্র নিশ্চিত করেছে, ফুটবলারদের বেতন কমিয়ে এবারের আইএসএল তাদের খেলার জন্য অনুরোধ করা হবে না। ম্যানেজমেন্ট মনে করে, এতে ভুল বার্তা যাবে। মোহনবাগানই একমাত্র ক্লাব যারা ভারতীয় ফুটবলের অচলাবস্থার মধ্যেও তাদের সিনিয়র ও বয়সভিত্তিক সব দল এবং আরএফডিএল টিমের অনুশীলন বন্ধ রাখেনি। প্রতিযোগিতায় অংশও নিচ্ছে বাগানের বিভিন্ন বয়সভিত্তিক দল। জানা গিয়েছে, এক কোটির উপর বেতন যে ফুটবলারদের, তাদের ২০-২৫ শতাংশ কমিয়ে খেলার অনুরোধ করা হয়েছে। এক কোটির কম যাদের বেতন, তাদের ১০-১৫ শতাংশ কমানোর কথা বলা হয়েছে। তবে ফুটবলারদের বেতন নিয়ে ফিফার কড়া আইন থাকায় ক্লাবগুলির কাজটা কঠিন হতে পারে।

Latest article