রাজ্য সরকারি কর্মীদের বেতন অমিল, তুঙ্গে উঠল তরজা

ভাঁড়ে মা ভবানী। মাসের তিন তারিখ পেরিয়ে গিয়েছে অথচ বেতন পাননি হিমাচলের লক্ষ লক্ষ সরকারি কর্মী, আধিকারিক৷ সেইসঙ্গে মন্ত্রীরাও

Must read

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি : ভাঁড়ে মা ভবানী। মাসের তিন তারিখ পেরিয়ে গিয়েছে অথচ বেতন পাননি হিমাচলের লক্ষ লক্ষ সরকারি কর্মী, আধিকারিক৷ সেইসঙ্গে মন্ত্রীরাও। কবে তাঁরা বেতন পাবেন, তা নিয়েও রয়েছে বিরাট প্রশ্ন৷ এই পরিস্থিতিতে পরস্পরকে দুষতে শুরু করেছে ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী বিজেপি৷ দুই শিবিরের অভিযোগ, ক্ষমতায় থাকার সময়ে অন্য দলের ভুল রাজনৈতিক কৌশলের কারণেই খাদের কিনারায় চলে গিয়েছে রাজ্যের অর্থনীতি৷

আরও পড়ুন-ইউনুসকে বিঁধলেন তসলিমা

কংগ্রেস শাসিত হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর অভিযোগ, বিজেপি এই রাজ্যে ক্ষমতায় থাকার সময়ে বিনামূল্যে ঢালাও বিদ্যুৎ ও জল পৌঁছে দেওয়া হয়েছে লোকের ঘরে ঘরে৷ ভোট ব্যাঙ্কের রাজনীতি করার জন্যই এই দান খয়রাতি। এর বোঝা বওয়ার ক্ষমতা নেই রাজ্যের কোষাগারের৷ এই ভুল পদক্ষেপের বোঝা বইতে হচ্ছে আমাদের৷ আমরা চেষ্টা করছি পরিস্থিতি সামাল দেওয়ার৷ পাল্টা তোপ দেগেছেন হিমাচলের বিরোধী দলনেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর৷ তাঁর অভিযোগ, দিনের পর দিন রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করেছে কংগ্রেস সরকার৷ এখন তাদের ভুল নীতির জন্য বেতন পাচ্ছেন না রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী৷ এই দুর্দশার জন্য রাজ্যের সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে তাদের।

Latest article