সরকারি গাড়ির চুক্তিভিত্তিক চালকদের বেতন বৃদ্ধির নোটিশ দিল নবান্ন (Nabanna)। প্রাথমিক পর্যায়ে আড়াই হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে এই বৃদ্ধির পরিমাণ বাড়বে। সোমবার, তালিকা প্রকাশ করে জানাল নবান্ন (Nabanna)। এবছর ১ জানুয়ারি থেকেই এই বর্ধিত বেতন চালু হবে।
নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান- পুরনিগম, পর্ষদের মতো সঙ্গে যুক্ত গাড়ির চুক্তিভিত্তিক চালকদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হয়েছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অর্থ দফতর।
আরও পড়ুন- ভুতুড়ে ভোটার ধরতে হাওড়ায় কৈলাসের নেতৃত্বে পথে ‘যুব-যোদ্ধা’রা
তালিকা অনুযায়ী,
• চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ির চালকেরা শুরুতেই সাড়ে ১৩ হাজার টাকা পেতেন। তা বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হল। প্রথম পাঁচ বছর বেতন বাড়বে না।
• পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চুক্তিভিক্তিক সরকারি গাড়ির চালকেরা মাসে ২০ হাজার টাকা করে পাবেন।
• কমপক্ষে ১০ বছর অভিজ্ঞতা হলে তাঁরা মাসে ২৫ হাজার টাকা পাবেন।
• ১৫ বছরের অভিজ্ঞতা থাকলে মাসে ৩১ হাজার টাকা পাবেন।
• সরকারি গাড়ির চালক হিসেবে ২০ বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে মাসে ৩৮ হাজার টাকা করে দেওয়া হবে।
• ৬০ বছর বয়স পর্যন্ত এই পরিবর্তিত বেতন পরিকাঠামো প্রযোজ্য হবে।
এর পাশাপাশি, যে সমস্ত চালক বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি দফতরে নিযুক্ত, তাঁরাও মাসে ১৬ হাজার টাকা করে বেতন পাবেন।
তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে বেতন বৃদ্ধি নিয়ে প্রতাপ নায়েক বলেন, “রাজ্যর সরকার চুক্তিভিত্তিক সরকারি গাড়ির চালকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করছি। বেতন বৃদ্ধির জন্য সরকারকে।