প্রতিবেদন : নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর। এখন একজন এসএসকে শিক্ষকের বেতন ১১,৫৯৩ টাকা সেই টাকা বেড়ে হবে ১১,৯৪১ টাকা। এসএসকে স্তরে প্রধান শিক্ষকের বেতন ১৬,২৩১ টাকা। ওই টাকা বেড়ে হবে ১৬,৭১৮ টাকা।
আরও পড়ুন-নন্দীগ্রামে জনসংযোগে ঝড় তুললেন অভিষেক
অপরদিকে, এমএসকে স্তরে একজন সহকারী শিক্ষক পান ১৪,৬৩২ টাকা। সেই টাকা বেড়ে হবে ১৫,০৭১ টাকা। এ-ছাড়াও এমএসকের একজন সম্প্রসারক বা সম্প্রসারিকা এখন বেতন পান ১৫,০৭১ টাকা। তা বৃদ্ধি পেয়ে হবে ১৫,৫২৩ টাকা। এখন সর্ব মোট ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন এমএসকে এবং এসএসকে-তে। রাজ্যে শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যা ১৬ হাজার। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় দেড় হাজার। মাদ্রাসাতেও রয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। সেগুলির সংখ্যা ৪০০।

