সংবাদদাতা, শিলিগুড়ি : বাম আমলের নিয়োগ। কাজ না করেই এতদিন বসে বসে টাকা গুনছিলেন তাঁরা। তাঁদের চিহ্নিত করলেন শিলিগুড়ি মেয়র পরিষদ মানিক দে। কারা এদের নিয়োগ করেছিলেন তা নিয়েও হবে তদন্ত। শিলিগুড়ি পুরসভায় (Siliguri Municipal Corporation) বাম বোর্ড আমলে অর্থাৎ গত ৬ বছর ধরে জঞ্জাল অপসারণ বিভাগে কিছুটা আসি যাই মাইনে পাই-এর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। জঞ্জাল অপসারণ বিভাগের বহু অস্থায়ী কর্মী কোনও কাজ না করেই মাসের পর মাস বেতন নিয়ে যাচ্ছিল।
আরও পড়ুন – বসন্ত উৎসব নিয়ে আজ উপাচার্যকে চিঠি
প্রথমে শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipal Corporation) প্রশাসনিক বোর্ডের দায়িত্ব পেয়েই বামেদের এই নিয়োগগুলি প্রকাশ্যে নিয়ে আসছেন মানিক দে। তিনি বলেন, ‘‘কাজ না করে টাকা পাওয়া যাবে না। বিভিন্ন ওয়ার্ডে প্রচুর কর্মী ছিল যারা কাজ করত না। কাজ না করেই টাকা নিত। তাদের কাজে ফেরানো হয়েছে। আবার অনেকে এখনও কাজে ফেরেনি। তাই যারা কাজে ফেরেনি তাদের বসিয়ে দেওয়া হবে। কোনও টাকা আর দেওয়া হবে না।’’ মানিকবাবু আরও বলেন, ‘‘কিছু সুপারভাইজার নিয়োগ করেছিল বাম আমলে যারা কোনও কাজই করত না। যে সমস্ত ওয়ার্ডে সুপারভাইজারের সংখ্যা কম ছিল সেখানে যোগ্যদের না নিয়ে নিজেদের দলের লোক নিয়োগ করেছিল বামেরা। সামনেই বোর্ড মিটিংয়ে কর্মী নিয়োগের প্রস্তাব রাখা হবে।’’
পাশাপাশি জঞ্জাল অপসারণ দফতরে আধুনিক যন্তপাতি কিনে কাজের গতি আনা হবে। ৪৬ নম্বর ওয়ার্ডে হাইড্রেন্ট দখল করে কেউ ব্যবসা করছিল আবার কেউ ড্রেনের উপর বাড়ি বানিয়ে রেখেছিল। এইসব দখলদারিত্বের নোটিশ পাঠানো হয়েছিল। মানিকবাবু পরিষ্কার জানান, যারা ব্যবসা করছে ব্যবসা করে খাক কিন্তু ড্রেন দখল করে কিছু করা যাবে না। যারা মানবে না তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।