নয়াদিল্লি : গত নভেম্বরে সিইএল-এর ১০০ শতাংশ অংশীদারি বিক্রির ঘোষণা করার পরেও অস্বচ্ছতার অভিযোগে শেষপর্যন্ত তা বাতিল করে দিতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডের ১০০ শতাংশ অংশীদারির কৌশলগত বিক্রি বাতিল করে দিল মোদি সরকার। সিইএল বিক্রির জন্য নান্দাল ফিনান্স অ্যান্ড লিজিং প্রাইভেট লিমিটেডের দরপত্র গৃহীত হয়েছিল।
আরও পড়ুন-কং সভাপতি নির্বাচন থেকে সরলেন গেহলট
বিলগ্নীকরণ সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর সুপারিশ মেনে তাদেরই সিইএল বিক্রির সিদ্ধান্ত হয়। স্বচ্ছ পদ্ধতিতে এই সংস্থা বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে তখন জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। এখন বিক্রি প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তরফে জানানো হয়েছে, দরপত্র দাতার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থমন্ত্রক।