সৌমালি বন্দ্যোপাধ্যায়: শনিবারের বইমেলায় (Kolkata Book Fair 2023) উপচে পড়ল ভিড়। সময় যত গড়িয়েছে মানুষের ভিড় ততই বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বইয়ের বিক্রিও। এদিন মুখ্যমন্ত্রীর এবারে প্রকাশিত ৬টি বইয়ের চাহিদা তুঙ্গে। সবাই জাগোবাংলার স্টলে এসেই প্রথমে মুখ্যমন্ত্রীর এবারে প্রকাশিত ৬টি বইয়ের খোঁজ করছেন। অনেকে আবার জাগোবাংলার স্টলে ঢুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের সব ক’টির সংকলন এক ব্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বই একসঙ্গে কিনছেন। সেরকমই বালির প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক ৩০,৬৬৪ টাকা মূল্যের এক ব্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বই কিনে নিয়ে গেলেন। মধ্যমগ্রাম থেকে এসেছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মানিক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘বাংলার সর্বজনীন দুর্গোৎসব বিশ্বজনীন হওয়ার বার্তা যেভাবে এবার জাগোবাংলার স্টলে তুলে ধরা হয়েছে তা অভূতপূর্ব।’ সেইসঙ্গে বাংলার লোকসংস্কৃতিকে যেভাবে এবারের বইমেলায় ফুটিয়ে তোলা হয়েছে তারও প্রশংসা করছেন অনেকেই। পাশাপাশি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নেও যেরকম মানুষের ভিড় উপচে পড়েছিল তা দেখে উৎফুল্ল সাহিত্যিক প্রচেত গুপ্ত। তিনি বললেন, বইয়ের এখনও কোনও বিকল্প নেই। রবিবারই শেষ দিন। তার আগের দিন শনিবার বইপ্রেমী মানুষের মন যেন কিছু্টা ভারাক্রান্তও। রবিবারই যে শেষ হবে কলকাতা বইমেলা (Kolkata Book Fair 2023)! তাই শনিবার যেন বাঙালির নবমীনিশি।