প্রতিবেদন: পুলিশের মাধ্যমে হুমকি ভাইজানকে। ৫ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকে খারাপ অবস্থা হবে, এবার এমনই হুমকি পেলেন সলমন খান। তবে মেগাস্টারের কাছে আসেনি সরাসরি হুমকি বার্তা। হুমকি দেওয়া হয়েছে মুম্বই পুলিশের ট্রাফিকগার্ডের হোয়াটসঅ্যাপ মারফৎ। এরপরেই কয়েকগুন বাড়িয়ে দেওয়া হয়েছে ভাইজানের নিরাপত্তা। ৬০ নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে চলছে বিগ বসের শুটিং। মহারাষ্ট্রের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে খুনের ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। আতঙ্ক ছড়িয়েছে মুম্বইয়ে। বাবার মতো হাইপ্রোফাইল ব্যক্তিকে প্রকাশ্যে খুন করে খবরের শিরোনামে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এবারে ‘লরেন্স’র লক্ষ্যে অভিনেতা সলমন খান।
আরও পড়ুন-সোমবার থেকে শুরু মুখ্যমন্ত্রীর আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ
আগেও একাধিকবার অভিনেতার উপর হামলার চেষ্টা করেছে বিষ্ণোই গ্যাংয়ের দুষ্কৃতীরা। কখনও সলমনের বাড়ি, কখনও বাগানবাড়িতে। আবারও এর মাঝেই খুনের হুমকি পেলেন সলমন। মুম্বই পুলিশের ট্রাফিক গার্ডের হোয়াটসঅ্যাপ নম্বরে সলমন খানকে খুনের হুমকি এসেছে। ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি দিয়ে বলা হয়েছে, আমাদের হাল্কাভাবে নেবেন না। যদি সলমন খান বেঁচে থাকতে চান ও আমাদের সঙ্গে শত্রুতা চিরতরে শেষ করতে চান তাহলে পাঁচ কোটি টাকা দিতে হবে। যদি সেই টাকা না দেওয়া হয়, তাহলে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে।
এই হুমকি পাওয়ার পরেই তৎপর হয়েছে মুম্বই পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে তার তদন্ত শুরু হয়েছে। বাড়ানো হয়েছে নায়কের নিরাপত্তা।