সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : লাগবে না সময়। এবার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই মিলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা সমব্যথী প্রকল্পের আর্থিক সহায়তা। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই সমব্যথী প্রকল্প চালু হয়। এই প্রকল্পে মৃত্যুর পর ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য পান মৃতের পরিবার। পুলক রায় পঞ্চায়েত মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই এই প্রকল্পের টাকা আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে মৃতের পরিবারের হাতে তুলে দিতে নির্দেশ দেন। এই ব্যাপারে দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মন্ত্রী। পুলক রায় বলেছেন ‘এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা চেয়ে আবেদন করলে সর্বাধিক গুরুত্ব দিয়ে তা দেখা হবে। সেইসঙ্গে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে আবেদনকারী টাকা পেয়ে যাবেন।’ রাজ্যে ৩ হাজার ২৪১টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।
আরও পড়ুন : পরিচয়পত্র না দেখালে জোটে মার
সব ক’টি পঞ্চায়েতেই এই ব্যবস্থা চালু হচ্ছে। এই প্রকল্পে আর্থিক সহায়তার জন্য স্থানীয় বিডিও অফিসে আবেদন করতে হবে। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে আবেদনকারীর ব্যাঙ্কে টাকা চলে যাবে। আগে স্থানীয় পঞ্চায়েত অফিসে আবেদন করার পর এই টাকা পেতে দেরি হত বলে অভিযোগ ওঠে। সমস্যার সমাধানে এবার উদ্যোগী হলেন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই প্রকল্পে আর্থিক সহায়তার ক্ষেত্রে দফতরের আধিকারিক থেকে কর্মীদের আরও তৎপর হবার ওপর জোর দেন তিনি। এই প্রকল্পের আওতায় রাজ্যের বহু মানুষ উপকৃত হয়েছেন। এই প্রকল্পের আওতায় কোনও পরিবারের টাকা পেতে যাতে দেরি না হয় তার জন্যই মূলত পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় এই উদ্যোগ নিয়েছেন। এই সিদ্ধান্তে খুশি রাজ্যের বহু মানুষ। তাঁরা বলছেন ‘আবেদন করলে টাকা পেতে অনেক সময়ই দেরি হত। এখন থেকে তেমনটা আর হবে না শুনে সত্যি ভাল লাগছে।’ মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে সমব্যথী প্রকল্পের টাকা হাতে পেলে উপকৃত হবেন মৃতের পরিবার।