প্রতিবেদন : প্রয়াত হলেন সমীর পুততুন্ড। রবিবার রাত সোয়া ১১টা নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়, বয়স হয়েছিল ৭৩। রেখে গেলেন স্ত্রী অনুরাধা পুততুন্ডকে। মুখ্যমন্ত্রী (chief minister) শোকপ্রকাশ করে বলেছেন, মনে হচ্ছে নিজের কাউকে হারালাম।
আরও পড়ুন-মিলনমেলায় আজ ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে সভায় অভিষেক
তিনি আরও বলেন, সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি। অনুরাধাদির পাশে থাকব সবসময়। বাম আন্দোলন থেকে উঠে আসা সমীর দলীয় মতবিরোধে পিডিএস দল তৈরি করেন। এছাড়াও দেশবাঁচাও গণমঞ্চ ও কৃষিজমি রক্ষা কমিটির আন্দোলনের অন্যতম মুখ ছিলেন।

