প্রতিবেদন : নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শনিবার হরিয়ানার নুহতে (Nuh) গেলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam)। সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। বাংলার বহু মানুষ সেখানে পেশার তাগিদে থাকেন।
আরও পড়ুন-মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েলে ফিরছে নতুন কোভিড
নুহতে ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষের পরে তাঁদের অনেকেই ফিরে এসেছেন বাংলায়। সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ খোঁজখবর করেন, কথা বলেন। এখনও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অনুরোধ, ভয়াবহ পরিস্থিতিতে পাশে থাকুন বাংলার মুখ্যমন্ত্রী।
Following instruction of our Honourable Chief Minister Mamata Banerjee, I visited Nuh in Haryana to know present situation of migrant workers from Bengal. Most of the migrant workers, however, returned to their homeland after violence gripped the area.
— Samirul Islam (@Samirul65556476) August 19, 2023