উত্তরবঙ্গের পর্যটনে নতুন দিগন্ত ‘সম্প্রীতি ভ্রমণ’

অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা থাকায় দূরান্ত থেকেও যাত্রা পরিকল্পনা করা যাবে। চাহিদা বাড়লে ভবিষ্যতে আরও দিন বাড়ানোর কথা ভাবা হবে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : উত্তরবঙ্গের পর্যটনকে আরও সমৃদ্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের অংশ হিসেবে জলপাইগুড়িতে মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় ‘সম্প্রীতি ভ্রমণ’ পর্যটন প্রকল্প। জেলা প্রশাসনের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহায়তায়। ছিলেন জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন, সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী, বিধায়ক খগেশ্বর রায়, বিধায়ক ডঃ নির্মলচন্দ্র রায় প্রমুখ।

আরও পড়ুন-চারমাস আগেই নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী!

চারপাশে উৎসবের আমেজে নৃত্য, সঙ্গীত ও ঢোলের তালে অনুষ্ঠান আরও রঙিন হয়ে ওঠে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সংস্থার ডিভিশনাল ম্যানেজার শ্যামলকুমার সরকার জানান, আপাতত প্রতি রবিবার এই ভ্রমণ চালু থাকবে এবং ৯০০ টাকার টিকিটে পর্যটকেরা এই ভ্রমণের সুযোগ নিতে পারবেন। অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা থাকায় দূরান্ত থেকেও যাত্রা পরিকল্পনা করা যাবে। চাহিদা বাড়লে ভবিষ্যতে আরও দিন বাড়ানোর কথা ভাবা হবে। খগেশ্বর বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উত্তরবঙ্গের পর্যটন নতুন দিগন্ত ছুঁয়েছে। ‘সম্প্রীতি ভ্রমণ’ শুধু বিনোদন নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সেতুবন্ধন। নির্মলের কথায়, এই প্রকল্প পর্যটনশিল্পকে যেমন এগিয়ে নেবে, তেমনি স্থানীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করবে। পাশাপাশি পর্যটনের মাধ্যমে আমাদের প্রকৃতি ও সংস্কৃতিকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Latest article