Sanat Seth: জীবনের মাঠ থেকে উড়ে গেলেন ‘বাজপাখি’

Must read

প্রতিবেদন : প্রয়াত হলেন কিংবদন্তি গোলরক্ষক সনৎ শেঠ (Sanat Seth)। বৃহস্পতিবার সকালে পানিহাটির নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় ফুটবলে ‘লেভ ইয়াসিন’ খ্যাত এই প্রবাদপ্রতিম গোলরক্ষক। ‘ময়দানের বাজপাখি’ নামেও পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর।

১৯৪৯ থেকে ১৯৬৮—এই ২০ বছরে কলকাতা ময়দানে দাপিয়ে খেলেছেন সনৎ শেঠ (Sanat Seth)। ইস্টবেঙ্গল, মোহনবাগান, ইস্টার্ন রেল, এরিয়ানের হয়ে তিন কাঠির নিচে দাঁড়িয়ে দলের বিপদ তালুবন্দি করেছেন অনায়াস দক্ষতায়। ১৯৫৪ সালে ম্যানিলা এশিয়ান গেমসে ভারতীয় দলে ছিলেন। তবে প্রথম একাদশে সুযোগ পাননি। খেলেছেন বাংলার হয়ে সন্তোষ ট্রফিতেও। দাপিয়ে গোলকিপিং করেছেন উত্তর ২৪ পরগনা জেলা লিগেও। সেখান থেকেই মাত্র ১৯ বছর বয়সে রেল দলে প্রথম ডাক। সেই শুরু। তার পর আর পিছনে তাকাতে হয়নি। তিন কাঠির নিচে সনৎ শেঠ ছিলেন দলের ভরসার জায়গা।

আরও পড়ুন-রঞ্জির সব ম্যাচ খেলব : Manoj Tiwary

পানিহাটির বাড়িতে নিয়মিত সংগীতচর্চা করতেন। সময় পেলেই বেহালা বাজাতেন। প্রয়াত ফুটবলারের গলায় রবীন্দ্রসংগীত দারুণ জনপ্রিয় হয়েছিল। এমন খোলামেলা মানুষটিই বেশ কয়েক বছর ধরে পায়ের ব্যথায় ভুগতেন। শেষদিকে সঙ্গী ছিল ক্রাচ। বার্ধক্যজনিত নানা অসুখেও ভুগছিলেন। বছর খানেক আগেই প্রয়াত হন স্ত্রী। তার পর থেকেই একাকিত্বে ভুগছিলেন। এদিন তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফুটবলমহলে। ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবের তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ফোন করে সমবেদনা জানিয়েছেন সনৎবাবুর পরিবারকে। স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ জানান, পানিহাটি স্পোর্টিং ক্লাবের মাঠে ফুটবলারের নামাঙ্কিত একটি অ্যাকাডেমি গড়ার প্রস্তাব দেওয়া হবে। শোক জানিয়েছে এআইএফএফও।

Latest article