জটিল অস্ত্রোপচারে নিজের পায়ে মালদহের সানাউল

হাঁটুর জটিল লিগামেন্ট অস্ত্রোপচারে সাফল্য মালদহে। এই অপারেশন মালদহে প্রথম বলে দাবি ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের।

Must read

সংবাদদাতা, মালদহ : হাঁটুর জটিল লিগামেন্ট অস্ত্রোপচারে সাফল্য মালদহে। এই অপারেশন মালদহে প্রথম বলে দাবি ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। আর্থোস্কোপি করে লিগামেন্ট রিকনস্ট্রাকশনে সফল অস্ত্রোপচার জেলার কোনও বেসরকারি হাসপাতালে প্রথম বলে জানিয়েছেন চিকিৎসক জয়দেব ত্রিপাঠী। রোগী বর্তমানে বাড়িতে সুস্থভাবে চলাফেরা করছে। মালদহের বিবিগ্রামের ৪০ বছর বয়সি সানাউল ইসলাম খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান।

আরও পড়ুন-শুরু অজয়তীরের বাউলমেলা

জয়েন্টের অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গিয়েছিল। হাঁটতে পারছিলেন না, খুবই কষ্ট পাচ্ছিলেন। অপারেশনের দায়িত্ব ছিলেন অর্থপেডিক সার্জন ডাঃ নওয়াজ শরিফ। তিনি বলেন, এক্স-রে করে কিছু চোখে পড়েনি। এমআরআই করে দেখা যায় লিগামেন্টে চোট। এতে হাঁটতে গেলে পা ফলস হয়ে যায় এবং হাঁটু লক হয়ে যায়। তাই লিগামেন্ট রিকনস্ট্রাকশন এবং ম্যারিকাস সার্জারি করা হয়। এতে অর্থোস্কোপিক মেশিনের সাহায্য নেওয়া হয়েছে। যন্ত্রটি কলকাতা থেকে অপারেটর-সহ আনা হয়েছিল।

 

Latest article