প্রতিবেদন : মে মাসের প্রথম দিনে দার্জিলিংয়ের সান্দাকফু, সিকিমের ছাঙ্গু, নাথু লা-সহ একাধিক এলাকায় তুষারপাত হয়েছে। যেদিকে দুচোখ যায় শুধু সাদা বরফ। বরফের চাদরে ঢেকে যায় চারদিকে। বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিঙের সান্দাকফু, সিকিমের ছাঙ্গু, নাথুলা-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। তুষারপাতের জেরে দার্জিলিঙের পার্বত্য এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। সিকিমের আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন-চার দিন এই ধরনের তুষারপাত চলবে।
আরও পড়ুন-কোচবিহারের অপহৃত কৃষকের বাড়িতে পুলিশ আধিকারিকেরা
পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। সান্দাকফু-সহ সিকিমেও তুষারপাত হচ্ছে। আগামী তিন-চার দিন এই পরিস্থিতি থাকবে। গত দিন দু’য়েক দক্ষিণের বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। তার ফলে তাপমাত্রা খানিক কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবারের পরে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় চলতে পারে হালকা বৃষ্টি। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহবিদেরা। এবিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, সিকিমে তুষারপাত হয়েছে। তবে মে মাসে সান্দাকফুতে তুষারপাত হওয়াটা আমাদের কাছে অপ্রত্যাশিত। আবহাওয়ায় বদল ঘটছে। তবে এই সময়ে তুষারপাত হওয়ায় পাহাড়ে পর্যটকদের ঢল নামবে বলে আশা করা যাচ্ছে।